ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম (Gymnosperm; Gymnos = নগ্ন, Sparma = বীজ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) দেহগঠন (Plant body): উদ্ভিদদেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। ফুল ও বীজ হয়, ফল হয় না।

(ii) পাতা (Leaf): দু-প্রকার। যথা- শল্কপত্র ও পর্ণপত্র। পর্ণপত্রগুলি চিরহরিৎ ও পুরু কিউটিকলযুক্ত।

(iii) সংবহন কলা (Vascular tissues) : উন্নত প্রকৃতির, জাইলেম ও ফ্লোয়েম কলাযুক্ত। জাইলেম ট্র্যাকিয়া বা জাইলেমবাহিকা এবং ফ্লোয়েম সিভনল ও সঙ্গীকোশবিহীন হয়।

(iv) পত্ররন্ধ্র (Stomata): নিম্নীভূত (Sunken stomata)।

(v) রেণুপত্র (Sporophylls): পুংপুষ্প পুংরেণুপত্র এবং স্ত্রীপুষ্প স্ত্রীরেণুপত্র দ্বারা গঠিত। স্ত্রীরেণুপত্র গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়বিহীন হয়। ফলে, ডিম্বকগুলি সরাসরি রেণুপত্রের ওপর সাজানো থাকে।

(vi) বীজ (Seed):
বহুভূণতা দেখা যায়। গর্ভাশয় থাকে না বলে ফল গঠিত হয় না এবং বীজগুলি অনাবৃত বা নগ্ন থাকে। বীজে এক বা একাধিক বীজপত্র থাকে।

(vii) ফুল (Flower) : ফুল একলিঙ্গ, সরল, নগ্ন এবং বৃতি ও দলমণ্ডলবিহীন।

(viii) সস্য (Endosperm) : হ্যাপ্লয়েড (n) প্রকৃতির এবং নিষেকের আগে সস্য গঠিত হয়।

উদাহরণ : সাইকাস- সাইকাস রেভোলিউটা (Cycas revoluta)
পাইন- পাইনাস ওয়ালিচিয়ানা (Pinus wallichiana)

Leave a Comment