পাখির উড্ডয়নে ডানা, পালক ও উড্ডয়ন পেশির ভূমিকা ব্যাখ্যা করো। |
পাখির উড্ডয়ন
ডানা (Wing): পাখিদের সামনে পা ডানায় রূপান্তরিত। ডানাগুলি অভ্যন্তরীণভাবে অস্থি, উড্ডয়ন পেশি এবং উপরিভাগে উড্ডয়ন পালক ন দ্বারা আবৃত যা এদের উড়তে সাহায্য করে। প্রতিটি ডানা সামনের দিকে প্রশস্ত এবং পেছনের দিকে ক্রমশ সংকীর্ণ। এর ফলে উপরের দিক থেকে 5 নীচে বাতাসের চাপ ডানায় বেশি পড়ে বলে ডানাটি সহজে বাতাসে ভেসে
পালক (Feather): পাখির সারাদেহ পালক দ্বারা আবৃত। দুটি থাকতে পারে। ডানার প্রান্তভাগে 23 টি বড়ো পালক, যেগুলি উড্ডয়নে সাহায্য করে, এদের রেমিজেস (remiges) এবং পুচ্ছভাগে 12 টি বড়ো পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এদের রেকট্রিসেস (rectrices) বলে।
উড্ডয়ন পেশি (Flight muscle): পাখির বক্ষে স্টারনাম সংলগ্ন পালকগুলি বার্ব, বার্বিউল ও হুকযুক্ত হওয়ায় বায়ুর চাপে সহজে ছিঁড়ে যায় না। অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। পেশিগুলি যথাক্রমে পেক্টোরালিস মেজর (pectoralis major), পেক্টোরালিস মাইনর (pectoralis minor) এবং কোরাকো ব্রাকিয়ালিস (coraco brachialis)। পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নীচের দিকে টেনে আনে। ডানার এই নিম্ন ঘাতের ফলে পাখি সামনের দিকে অগ্রসর হয়। পরবর্তী পর্যায়ে পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে উর্ধ্বঘাতের ফলে ডানা উপরের দিকে উঠে যায়। এইভাবে পেশিগুলির সংকোচন ও প্রসারণের ফলে পাখির ডানা দুটিকে অবিরাম প্রসারণ, অবনমন এবং উত্তোলনে সহায়তা করে পর্যায়ক্রমে দাঁড়ের মতো কাজ করে পাখিকে সামনের দিকে এগোতে সাহায্য করে।