মাইটোসিসের টেলোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য লেখো

মাইটোসিসের টেলোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য লেখো
মাইটোসিসের টেলোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য লেখো।

টেলোফেজ (Telophase)

এটি নিউক্লিয়াস বিভাজনের চতুর্থ ও সর্বশেষ দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হল-

(i) ক্রোমোজোমগুলি বিপরীত মেরুপ্রান্তে পৌঁছোনোর পর ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায়, ফলে অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু হয়।

(ii) বেমতন্তুগুলি বিলুপ্ত হয়। প্রাণীকোশের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলি পরস্পর যুক্ত হয়ে স্টেমবডি (stembody) গঠন করে। স্টেমবডি গুলি উলম্বতলে বৃদ্ধি পেয়ে অপত্য ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে ঠেলে দেয়।

(iii) উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়।

(iv) প্রতিটি নিউক্লিয়াস আবরণীর মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে।

(v) দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালকে রূপান্তরিত হয়।

(vi) এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়।

(vii) নিউক্লিয়াসের জল শোষণ, প্রসারণ ও নিউক্লিক অ্যাসিড বিয়োজন ঘটে অপত্য নিউক্লিয়াস দুটি স্ফীত হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে।

Leave a Comment