মিয়োসিসকে হ্রাসবিভাজন বলে কেন? মিয়োসিস কোথায় হয়? |
মিয়োসিসকে হ্রাস বিভাজন বলার কারণ
মিয়োসিস প্রক্রিয়ায় মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশে অর্ধেক হয়ে যাওয়ায় মিয়োসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে।
স্থান
1. মিয়োসিস প্রক্রিয়া জনন মাতৃকোশে জনন কোশ সৃষ্টির সময় ঘটে।
2. মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোশে রেণু সৃষ্টির সময় ঘটে।
3. উচ্চশ্রেণির উদ্ভিদে পরাগধানীর পরাগরেণু মাতৃকোশে (মাইক্রোস্পোরোসাইট) ও ডিম্বাশয়ের ডিম্বক-মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোশে (মেগাস্পোরোসাইট) ঘটে এবং প্রাণীদের শুক্রাশয় (প্রাথমিক স্পার্মাটোসাইট) ও ডিম্বাশয়ে (প্রাথমিক উসাইট) ঘটে।