ক্রসিংওভারের সংজ্ঞা দাও। এর গুরুত্ব লেখো

ক্রসিংওভারের সংজ্ঞা দাও। এর গুরুত্ব লেখো
ক্রসিংওভারের সংজ্ঞা দাও। এর গুরুত্ব লেখো।

ক্রসিং ওভার (Crossing over)

সমসংস্থ ক্রোমোজোমের নন-সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে।

ক্রসিংওভারের গুরুত্ব

1. ক্রসিংওভারের ফলে ক্রোমোজোমের জিনের পুনঃসংযুক্তি ঘটে। এই কারণে গ্যামেটগুলিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এই ধরনের জেনেটিক পুনঃসংযুক্তি সম্পন্ন গ্যামেট নিষেকের মাধ্যমে মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যের সৃষ্টি করে।

2. নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

3. ক্রসিংওভার প্রমাণ করে জিনগুলি ক্রোমোজোমের ওপর রৈখিকভাবে সজ্জিত থাকে।

4. দুটি জিনের মধ্যের দূরত্ব ও ক্রসিংওভারের হার সমানুপাতিক। এই ধারণার উপর ভিত্তি করে ক্রোমোজোমের জিন ম্যাপিং করা সম্ভব।

Leave a Comment