বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধির দশাগুলি কী কী? |
• বৃদ্ধি : নতুন কোশীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের জীবকোশের আকার, আয়তন বা ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।
• বিকাশ: বৃদ্ধির যে পর্যায়ে একটি কোশ থেকে অঙ্গপ্রত্যঙ্গবিশিষ্ট বহুকোশী জীবদেহ গঠিত হয় তাকে বিকাশ বা পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট বলে।
• বৃদ্ধির দশা (Phase of Growth): বহুকোশী জীবদের বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা যেতে পারে। যেমন-
1. কোশ বিভাজন (Cell division): মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে কোশের সংখ্যা বৃদ্ধি হয়।
2. কোশের আকার বৃদ্ধি (Cell enlargement): এই দশায় বিভাজিত নতুন কোশগুলি ক্রমাগত জল গ্রহণ বা জীবিত বস্তুর সংশ্লেষের ফলে কোশগুলির আকার অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়।
3. কোশীয় বিভেদন (Cell differentiation): কোশের বিশেষত্ব প্রাপ্তি। বৃহৎ অর্থে কোশের বিকাশের এই দশাটি বৃদ্ধি প্রক্রিয়ার অন্তর্গত।
এ ছাড়া কোশ বিভিন্ন কলায় বিভেদিত হয়।