মানব বিকাশের অন্তিম বার্ধক্য দশায় কী কী শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তা লেখো

মানব বিকাশের অন্তিম বার্ধক্য দশায় কী কী শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তা লেখো
মানব বিকাশের অন্তিম বার্ধক্য দশায় কী কী শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তা লেখো।

মানুষের বার্ধক্য দশার বৈশিষ্ট্য

(i) 60 বছর বয়সের পর থেকে মানুষের বার্ধক্য দশা শুরু হয়।

(ii) এই সময় পুরুষ ও স্ত্রী দেহের ক্ষয়পূরণ জনিত বৃদ্ধি ছাড়া আর অন্য বৃদ্ধি ঘটে না।

(iii) অস্থি ও পেশীর অবক্ষয় শুরু হয় ফলে শরীর দুর্বল হয়ে যায় ও ত্বক কুচকে যায় মেলানিন উৎপাদন কমে যায় ফলে চুল সাদা হয়ে যায়।

(iv) দৃষ্টিশক্তি শ্রবণশক্তি স্মৃতিশক্তি কমে যায়।

(v) ফুসফুস হৃদপিন্ড ও রাস পায় পরিপাক ক্ষমতা কমে যায়।

(vi) মহিলাদের 40 থেকে 50 বছর বয়সে রজঃচক্রের সমাপ্তি ঘটে।

(vii) পুরুষ দেহে শুক্রাণু উৎপাদন ধীরে ধীরে কমে যায়।

(viii) সামগ্রিকভাবে সমস্ত দেহমনের পরিবর্তন ঘটে।

Leave a Comment