পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব নিমাটহেলমিনথিস (Nemathelminthes; nema = সুতো, helmins = কৃমি)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, অঙ্গতন্ত্র যুক্ত, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম প্রাণী।

(ii) দেহ আকৃতি (Body form): দেহ লম্বা, বেলনাকার (cylindrical), অখণ্ডিত। সুতোর মতো গঠনযুক্ত হয়।

(iii) আবরণ (Covering):
শক্ত কিউটিকল, অনুদৈর্ঘ্য পেশিতন্তু দ্বারা দেহ আবৃত থাকে।

(iv) পৌষ্টিকনালি (Alimentary canal):
সম্পূর্ণ এবং সোজা পৌষ্টিকনালি উপস্থিত। পৌষ্টিকগ্রন্থি অনুপস্থিত।

(v) সিউডোসিল (Pseudocoel):
এদের দেহে ছদ্মসিলোম বর্তমান। একে সিউডোসিলোম বলে।

(vi) স্নায়ুতন্ত্র (Nervous system): মই আকৃতির (Ladder like) উন্নত স্নায়ুতন্ত্র বর্তমান।

(vii) ইউটাইলি (Eutyly): প্রতিটি অঙ্গতন্ত্রে কোশের সংখ্যা নির্দিষ্ট থাকে।

(vii) জনন (Reproduction):
একলিঙ্গ অর্থাৎ, পুরুষদেহ ও স্ত্রীদেহ পৃথক হয়। একে যৌনদ্বিরূপতা (Sexual dimorphism) বলে।

(ix) রেচনতন্ত্র (Excretory System) :
একজোড়া পার্শ্বীয় নালিদ্বারা গঠিত ‘H’ আকৃতিবিশিষ্ট রেচনতন্ত্র উপস্থিত।

উদাহরণ: গোলকৃমি – অ্যাসকারিস লুন্ত্রিকয়ডিস (Ascaris lumbricoides) গোদকৃমি – উচেরেরিয়া ব্যানক্রফটি (Wuchereria bancrofti)

Leave a Comment