পুঁজিবাদ বলতে কী বোঝো

পুঁজিবাদ বলতে কী বোঝো – আজকের পর্বে পুঁজিবাদ বলতে কী বোঝো তা আলোচনা করা হল।

    পুঁজিবাদ বলতে কী বোঝো

    পুঁজিবাদ বলতে কী বোঝো
    পুঁজিবাদ বলতে কী বোঝো?

    পুঁজিবাদ

    পুঁজিবাদ হল এমন একটি আর্থসামাজিক ব্যবস্থা যেখানে পুঁজিপতিগণ অর্থবিনিয়োগ করেন মুনাফা অর্জনের জন্য। প্রকৃতপক্ষে তাঁদের মূল লক্ষ্য থাকে ক্রমবর্ধমান মুনাফা অর্জনের প্রতি।

    পুঁজিবাদী ব্যবস্থার স্বরূপ

    পুঁজিবাদী ব্যবস্থা চলে দুটি ভিন্ন শ্রেণির মানুষের দ্বারা। প্রথম শ্রেণি হল পুঁজিপতি, যারা তাদের অর্থবিনিয়োগ করে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তারপর সেই শিল্পপ্রতিষ্ঠানে অধিক উৎপাদন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালু রাখার জন্য পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিক নিয়োগ করেন। অন্যদিকে শ্রমিকরা ছিল দ্বিতীয় শ্রেণিভুক্ত। পুঁজিপতিদের কেনা যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক শ্রেণি তাদের কঠোর শ্রমের দ্বারা উৎপাদন করে। পুঁজিপতিগণ কোনো শ্রম না করে সেই উৎপাদিত বস্তু বেশি মুনাফায় বিক্রি করে মুনাফার সমস্ত অংশটি একাই আত্মসাৎ করে থাকেন। এমনকি পারিশ্রমিক বা মজুরি হিসেবে শ্রমিকদের তুলনামূলকভাবে সামান্য মজুরি দিয়ে থাকেন। ফলে পুঁজিতন্ত্রে শ্রমিককে দিয়ে উদ্বৃত্ত মূল্য তৈরির উদ্দেশ্যে পুঁজিপতিগণ অর্থ ব্যবহার করে থাকেন।

    Leave a Comment