এপ্রিল থিসিস কী

এপ্রিল থিসিস কী
এপ্রিল থিসিস কী?

এপ্রিল থিসিস

1917 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সুইটজারল্যান্ড থেকে রাশিয়ায় ফিরে এসে লেনিন বলশেভিক দলের নেতৃত্ব গ্রহণ করেন। লেনিন বলেন যে, যুদ্ধের অবসান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, শ্রমিকদের ৪ ঘণ্টা কাজের সময়, ভূমিসংস্কার প্রভৃতি দাবি অস্থায়ী সরকার পূরণ করবে না। তাই সোভিয়েতের হাতেই ক্ষমতা দিতে হবে। তবে লেনিন এ কথাও বলেন যে, এই সময় আর-একটি সফল বিপ্লবী অভ্যুত্থান করার মতো শক্তি বলশেভিকরা এখনও অর্জন করতে পারেনি। সোভিয়েতদের মধ্যে বলশেভিকদের প্রাধান্য তখনও স্থাপিত হয়নি। তাই তিনি বলেন যে, ধীরে ধীরে সোভিয়েতদের মধ্যে বলশেভিকদের প্রাধান্য প্রতিষ্ঠা করে অস্থায়ী সরকারের পতন ঘটাতে হবে। লেনিনের এই বক্তব্য ‘এপ্রিল থিসিস’ নামে বিখ্যাত।

Leave a Comment