বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ | XI 1st Semester Bengali WBCHSE

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ | XI 1st Semester Bengali WBCHSE

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ

বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন

1. ভাষাবিজ্ঞানীদের মতে সারা পৃথিবীজুড়ে কত ভাষা ছড়িয়ে আছে?

(a) হাজার চারেক

(b) হাজার তিনেক

(c) হাজার পাঁচেক

(d) হাজার সাতেক

2. পৃথিবীতে বেশির ভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা-

(a) আট লক্ষ থেকে কয়েকশোর মধ্যে

(b) সাত লক্ষ থেকে কয়েকশোর মধ্যে

(c) দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে

(d) এগারো লক্ষ থেকে কয়েকশোর মধ্যে

3. সারা পৃথিবীর এতগুলো ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বিষয়টি কারা লক্ষ করেছিলেন?

(a) রোমান ক্যাথলিক মিশনারিরা

(b) ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা

(c) ফরাসি পণ্ডিতজনেরা

(d) ভারতীয় ভাষা গবেষকগণ

4. পৃথিবীর এতগুলো ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বিষয়টি রোমান ক্যাথলিক মিশনারিরা কোন্ সময়ে লক্ষ করেছিলেন?

(a) পঞ্চম শতকে

(b) চতুর্থ শতকে

(c) নবম শতকে

(d) ষোড়শ শতকে

5. শুলৎস কে ছিলেন?

(a) ইতালীয় গবেষক

(b) জার্মান পণ্ডিত

(c) ভারতীয় ভাষাতাত্ত্বিক

(d) রোমান পণ্ডিত

6. ক্যারদ্যুও কে ছিলেন?

(a) ফরাসি ভাষাবিদ

(b) ইতালীয় ভাষাবিদ

(c) জার্মান পণ্ডিত

(d) ভারতীয় গবেষক

7. কারা বলেছিলেন যে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে?

(a) নোয়াম চামস্কি ও গ্রীয়ার্সন

(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও গ্রীয়ার্সন

(c) শুলৎস এবং ক্যারদ্যুও

(d) চামস্কি ও শুলৎস

8. কে তাঁর বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলোর মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন?

(a) উইলিয়ম জোন্স

(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(c) নোয়াম চামস্কি

(d) গ্রীয়ার্সন

9. উইলিয়ম জোন্স কত সালে এবং কোথায় তাঁর বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলোর মধ্যে গভীর মিলের কথা বলেছিলেন?

(a) ১৭৮০ সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির অধিবেশনে

(b) ১৭৯০ সালে জার্মানির ফ্রাঙ্কফুটের অধিবেশনে

(c) ১৭৮৬ সালে কলকাতার রয়েল সোসাইটির অধিবেশনে

(d) ১৭৯২ সালে দিল্লিতে ভাষাবিজ্ঞানীদের অধিবেশনে

10. পৃথিবীর এতগুলো ভাষাকে কয়টি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়?

(a) ছয়টি

(b) সাতটি

(c) চারটি

(d) পাঁচটি

11. মহাদেশ বা দেশভিত্তিক ভাষা বর্গীকরণের সমস্যা কী?

(a) বিভিন্ন ভাষা বিভিন্ন দেশে বা মহাদেশে থাকতে পারে

(b) একই ভাষা কখনোই নানা দেশে থাকতে পারে না

(c) একই ভাষা বিভিন্ন দেশে, এমনকি মহাদেশে ছড়িয়ে থাকতে পারে

(d) একাধিক ভাষা একই রূপে থাকতে পারে

12. নির্দিষ্ট কালপর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন?

(a) ভাষা সব কালেই একই রূপে থাকে

(b) ভাষা যেহেতু সময়ের সঙ্গে পাল্টায়

(c) ভাষা স্থিতিশীল

(d) ভাষার গতিশীলতা নেই

13. ধর্মকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয় কেন?

(a) বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষা আছে

(b) ভাষার উপর ধর্মীয় প্রভাব থাকে

(c) একটি ভাষা কেবল একটি ধর্মের লোকেরাই ব্যবহার করে

(d) একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে

14. ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণিবিভাগ করা হয় তাকে বলা হয়-

(a) ধ্বনিতাত্ত্বিক শ্রেণিবিভাগ

(b) রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগ

(c) বাক্যতাত্ত্বিক শ্রেণিবিভাগ

(d) শব্দার্থগত শ্রেণিবিভাগ

15. শব্দের সঙ্গে জুড়ে থাকে-

(a) সন্ধি

(b) সমাস

(c) উপসর্গ

(d) বর্ণ

16. যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ-প্রত্যয় -বিভক্তি যুক্ত থাকে না, বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম নিরূপণ করা হয়, এমন একটি ভাষা হল-

(a) চিনা ভাষাগোষ্ঠীর ভাষা

(b) অস্ট্রিক ভাষাগোষ্ঠীর ভাষা

(c) দ্রাবিড় ভাষাগোষ্ঠীর ভাষা

(d) তোখারিয় ভাষাগোষ্ঠীর ভাষা

17. বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করার শ্রেণিবিভাগের নাম কী?

(a) অনন্বয়ী

(c) মুক্তান্বয়ী

(b) অত্যন্বয়ী

(d) সমবায়ী

18. বিভক্তি বা প্রত্যয়ের সঙ্গে পদ গঠিত হলে এবং শব্দের উপাদানগুলোকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে-কোনো পদগঠনে ব্যবহার করা গেলে তাকে কী বর্গ বলে?

(a) অনন্বয়ী

(b) অত্যন্বয়ী

(c) মুক্তান্বয়ী

(d) সমন্বয়ী

19. মুক্তান্বয়ী বর্গের একটি উদাহরণ হল-

(a) সংস্কৃত ভাষা

(b) তুর্কি ভাষা

(c) প্রাকৃত ভাষা

(d) জার্মান ভাষা

20. কীসের উপর নির্ভর করে মুক্তান্বয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা যায়?

(a) সন্ধি-প্রত্যয় ব্যবহারের উপর

(b) কারক-বিভক্তি ব্যবহারের উপর

(c) উপসর্গ-অনুসর্গ ব্যবহারের উপর

(d) শব্দের গঠনের উপর

21. অত্যন্বয়ী বর্গের একটি ভাষা হল-

(a) এস্কিমো

(c) প্রাকৃত

(b) ভোট-চিনা

(d) অস্ট্রিক

22. প্রত্যয়-বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্কজ্ঞাপক চিহ্নগুলো এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না, একে বলা হয়-

(a) মুক্তান্বয়ী বর্গ

(c) অত্যন্বয়ী বর্গ

(b) অসমবায়ী বর্গ

(d) সমন্বয়ী বর্গ

23. একই বংশজাত ভাষাগুলোকে কী বলা হয়?

(a) অবর্গীভূত ভাষা

(c) অগোষ্ঠীভূত ভাষা

(b) সমগোত্রজ ভাষা

(d) ককেশীয় ভাষা

24. পৃথিবীর বেশির ভাগ ভাষাই প্রায় কতগুলো ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে?

(a) ২০/২১টি

(b) ২৩/২৪টি

(c) ৩০/৩১টি

(d) ২৫/২৬টি

25. যে ভাষাগুলোকে শ্রেণিবদ্ধ করা সম্ভব হয়নি তাদের কী বলা হয়?

(a) অবর্ণিত ভাষা

(b) গোষ্ঠীবিহীন ভাষা

(c) অগোষ্ঠীভূত ভাষা

(d) গোষ্ঠীবহির্ভূত ভাষা

26. পৃথিবীর ভাষাবংশগুলোর মধ্যে বৃহত্তম কোন্টি?

(a) ককেশীয়

(b) ইন্দো-ইউরোপীয়

(c) সেমীয়-হামীয়

(d) অস্ট্রিক

27. ইউরোপের পশ্চিমপ্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত যতগুলো দেশ, তার বেশির ভাগই কোন্ ভাষা বংশজাত?

(a) সেমীয়-হামীয়

(b) অস্ট্রিক

(c) ইন্দো-ইউরোপীয়

(d) প্রাচীন এশীয়

28. মোট কয়টি ভাষাগোষ্ঠী ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ জাত?

(a) আটটি

(b) সাতটি

(c) বারোটি

(d) নয়টি

29. ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলোর মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য ভাষাটি কী?

(a) গ্রিক

(b) ইটালি

(c) অস্ট্রিক

(d) ভোট-চিনা

30. হোমারের ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্য দুটি কোন্ ভাষাতে রচিত?

(a) লাতিন

(b) সংস্কৃত

(c) গ্রিক

(d) ফরাসি

31. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি প্রায়-

(a) ১৪৭০ খ্রিস্টপূর্বাব্দের

(b) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের

(c) ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের

(d) ১৫১০ খ্রিস্টপূর্বাব্দের

32. ইতালীয় শাখার প্রধান ভাষাটি কী?

(a) ফরাসি

(b) ইংরেজি

(c) ল্যাটিন

(d) আরবি

33. ফরাসি ভাষা ফ্রান্স ছাড়াও আর কোথায় কোথায় প্রচলিত?

(a) ইটালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি

(b) বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডা

(c) শ্রীলঙ্কা, ভারত, ইংল্যান্ড

(d) পাকিস্তান, নিউজিল্যান্ড, কানাডা

34. জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখা থেকে কোন্ ভাষা এসেছে?

(a) সুইডিশ

(b) জার্মানি

(c) আরবি

(d) হিন্দি

35. কেলতিক ভাষাগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোন্টি?

(a) সুইডিশ

(b) গ্রিক

(c) আইরিশ

(d) ফরাসি

36. এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত ভাষাটি হল-

(a) সুইডিশ

(b) আরমেনীয়

(c) আইরিশ

(d) তোখারীয়

37. মধ্য এশিয়ার প্রচলিত ভাষাটি হল-

(a) আরমেনীয়

(b) রোমানীয়

(c) তোখারীয়

(d) ককেশীয়

38. ইন্দো-ইরানীয় শাখাটি কয়টি শাখায় বিভক্ত হয়ে যায়?

(a) তিনটি

(b) চারটি

(c) পাঁচটি

(d) দুটি

39. ইরানীয় আর্য শাখাটি কোথায় প্রবেশ করে?

(a) কাবুলে

(b) আফগানিস্তান-পাকিস্তানে

(c) ইরান-পারস্যে

(d) ইটালিতে

40. ভারতীয় আর্য শাখাটি কোথায় চলে আসে?

(a) জম্বুদ্বীপে

(b) ভারতে

(c) মগধে

(d) কনৌজে

41. ইরানীয় আর্য শাখাটি সমগ্র পারস্যের কোথা থেকে কোথায় বিস্তারলাভ করেছিল?

(a) এলম আর মেসোপটেমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত

(b) তিসফুন থেকে সামানীয়

(c) দজলা নদীর পূর্বদিক থেকে বাগদাদ পর্যন্ত

(d) ব্যাবিলন থেকে সেলেউকিয়া

42. ইরানীয় শাখা থেকে কোন্ দুটি ভাষা জন্ম নেয়?

(a) ইতালীয় ও আলবেনীয়

(b) কেলতিক ও স্লাভিক

(c) আবেস্তীয় ও প্রাচীন পারসিক

(d) গ্রিক ও পারসিক

43. ‘জেন্দ আবেস্তা’ কাদের ধর্মগ্রন্থ?

(a) শিখদের

(b) জরথুস্ট্রীয়দের

(c) বৌদ্ধদের

(d) পারসিকদের

44. ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কী?

(a) জেন্দ আবেস্তা

(b) কোরান

(c) বেদান্ত

(d) ত্রিপিটক

45. কোন্ যুগে কোথা থেকে পড়ুবী ভাষার জন্ম হয়?

(a) প্রাচীন যুগে গ্রিক ভাষা থেকে

(b) মধ্যযুগে প্রাচীন পারসিক থেকে

(c) আধুনিক যুগে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে

(d) মধ্যযুগে আলবেনীয় ভাষা থেকে

46. আধুনিক ফারসি ভাষার জন্ম হয় কোথা থেকে?

(a) কেলতিক ভাষা থেকে

(b) স্লাভিক ভাষা থেকে

(c) তোখারীয় ভাষা থেকে

(d) পহুবী ভাষা থেকে

47. পুণ্ডু ভাষাটি কোন্ দেশের?

(a) পাকিস্তানের

(b) ইটালির

(c) আফগানিস্তানের

(d) বেলুচিস্তানের

48. বেলুচি ভাষাটি কোন্ দেশের?

(a) পাকিস্তানের

(b) বেলুচিস্তানের

(c) বার্মার

(d) আফগানিস্তানের

49. সেমীয়-হামীয় ভাষাবংশের দুটি উল্লেখযোগ্য ভাষা কী কী?

(a) গ্রিক ও ল্যাটিন

(b) ইংরেজি ও ফারসি

(c) হিব্রু ও আরবি

(d) ফারসি ও হিন্দি

50. হিব্রু ভাষা কোথা থেকে উদ্ভুত?

(a) সেমীয়

(b) কেলতিক

(c) ইতালিক

(d) জার্মান

51. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন্ ভাষায় রচিত?

(a) হিব্রু

(b) সেমীয়

(c) আরবি

(d) তোখারীয়

52. ইজরায়েল দেশের সরকারি ভাষা কী?

(a) আধুনিক হিব্রু

(b) আধুনিক আরবি

(c) জার্মান

(d) ফারসি

53. হামীয় ভাষার কোন্ ঐতিহ্যপূর্ণ ভাষাটি এখন লুপ্ত?

(a) আরবি ভাষা

(b) মিশরীয় ভাষা

(c) গ্রিক ভাষা

(d) কেলতিক ভাষা

54. উত্তর আফ্রিকার কোন্ ভাষাটি এখনও রয়ে গেছে?

(a) হিন্দি

(b) তোখারীয়া

(c) রোমানীয়

(d) আলজিরিয়া

55. সাহারা অঞ্চলে কোন্ কোন্ ভাষার অস্তিত্ব এখনও আছে?

(a) আরবি, ফারসি

(b) তমশেক্, কাবিল

(c) ইংরেজি, ফারসি

(d) ল্যাটিন, আলজিরিয়া

56. ইথিওপিয়া এবং সোমালিল্যান্ড অঞ্চলে কোন্ শাখার সন্ততিরা রয়ে গেছে?

(a) সেমীয়

(b) হামীয়

(c) কেলতিক

(d) তোখারীয়

57. সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে কী নামে অভিহিত করা হয়?

(a) তোখারীয়

(b) আরবি

(c) গ্রিক

(d) বান্টু

58. সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে ‘বানটু’ নামে অভিহিত করা হলেও মূলত কোন্ দুটি ভাষাগোষ্ঠী দেখা যায়?

(a) গ্রিক ও ল্যাটিন পরিবার

(b) আরবি ও ফারসি পরিবার

(c) নাইজার-কঙ্গো পরিবার ও চারিনিল পরিবার

(d) তোখারীয় ও রোমানীয় পরিবার

59. ‘নাইজার-কঙ্গো’ পরিবারের প্রচুর সংখ্যক ভাষার মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো?

(a) তমশেক্, কাবিল, হিব্রু

(b) দিনকা, মাসাই, হিব্রু, আরবি

(c) আরবি, ওড়িয়া, জুলু

(d) সোয়াহিলি, কঙ্গো, নিয়াঞ্জা, লুবা, জুলুकी

60. নীল নদের উত্তরদিকে চারিনিল পরিবারের উল্লেখযোগ্য ভাষাগুলো কী কী?

(a) দিনকা, মাসাই, মোরু, নুবা

(b) লুবা, জলা, কঙ্গো

(c) আরবি, হিব্রু, মন্, খরেম

(d) কাবিল, হিব্রু, আরবি

61. ইউরোপে ইন্দো-ইউরোপীয় ভাষাসমুদ্রের মধ্যে দ্বীপের মতো কোন্ ভাষা রয়ে গিয়েছে?

(a) বান্টু

(b) ফিন্নো-উগ্রীয়

(c) কেলটিক

(d) সেমীয়

62. ককেশীয় বংশের উল্লেখযোগ্য ভাষা হল-

(a) জুলু

(b) লুবা

(c) জর্জীয়

(d) ফিনিস

63. এখনও আমেরিকার কোনো কোনো অঞ্চলে কী ভাষা পাওয়া যায়?

(a) জুলু

(b) মায়া

(c) উটো

(d) লুবা

64. ইনকারা কোন্ ভাষা ব্যবহার করত?

(a) মায়া

(b) কঙ্গো

(c) কিচুয়া

(d) হিব্রু

65. দক্ষিণ আমেরিকার বিখ্যাত একটি ভাষাবংশ হল-

(a) আরাওয়াক

(b) আজতেক

(c) কেলটিক

(d) তোখারীয়

66. আরাওয়াক ভাষাবংশের ভাষাগুলো কোথায় ছড়িয়ে পড়ে?

(a) আন্দামান-নিকোবর পর্যন্ত

(b) জম্বু দ্বীপপুঞ্জ পর্যন্ত

(c) লাক্ষাদ্বীপ পর্যন্ত

(d) অ্যানটিলিশ দ্বীপপুঞ্জ পর্যন্ত

67. এস্কিমো-আলেউট প্রধানত দেখতে পাওয়া যায় কোথায়?

(a) দক্ষিণ মেরুর সীমান্ত অঞ্চলে

(b) উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে

(c) পশ্চিম মেরুর সীমান্ত অঞ্চলে

(d) পূর্ব মেরুর সীমান্ত অঞ্চলে

68. যে ভাষাগুলোকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি তাদের কী বলে?

(a) অগোষ্ঠীভূত ভাষা

(b) অলিখিত ভাষা

(c) অবর্গীভূত ভাষা

(d) অবর্গীয় ভাষা

69. জাপানি, কোরীয়, বাস্ক-এগুলো কোন্ শ্রেণির ভাষা?

(a) অগোষ্ঠীভূত

(b) অনিয়ন্ত্রিত

(c) অনিয়মিত

(d) অবর্গীভূত

70. জাপানি ভাষাতে কোন্ সংস্কৃতি, ভাষা ও লিপির প্রভাব দেখা যায়?

(a) চিনা

(b) কোরীয়

(c) তুরস্ক

(d) জার্মান

71. কোরীয় ভাষায় কোন্ ভাষার প্রভাব আছে?

(a) চিনা

(b) আরবি

(c) মোঙ্গল-মাঞ্জু

(d) হিব্রু

72. কোরিয়ায় বৌদ্ধধর্ম বিস্তারের পর সেখানে কোন্ ভাষার প্রভাব পড়ে?

(a) হিব্রু

(b) চিনা

(c) জাপানি

(d) কোরীয়

73. ফ্রান্স ও স্পেনে কোন্ ভাষা প্রচলিত?

(a) ফারসি

(b) হিব্রু

(c) বাস্ক

(d) গ্রিক

74. উত্তর-পশ্চিম সীমান্তের কোন্ ভাষাটি অবর্গীভূত ভাষা?

(a) কোরীয়

(b) বুরুশাস্কি বা খজুনা

(c) জুলু

(d) বাস্ক

75. আন্দামানে প্রচলিত আন্দামানি ভাষাটি কী ধরনের ভাষা?

(a) মিশ্র ভাষা

(b) কৃত্রিম ভাষা

(c) অবর্গীভূত ভাষা

(d) তোখারীয় ভাষা

76. মায়ানমারের কোন্ ভাষাগুলো অবর্গীভূত ভাষা?

(a) করেন্ ও মন্

(b) হিব্রু ও গ্রিক

(c) আরবি ও জুলু

(d) জুলু ও লুবা

77. অস্বাভাবিক ভাষার উদাহরণ কী?

(a) জটিল ভাষা ও গ্রিকভাষা

(b) অবর্গীভূত ভাষা ও হিব্রু ভাষা

(c) মিশ্র ভাষা ও কৃত্রিম ভাষা

(d) জার্মান ভাষা ও ফরাসি ভাষা

78. বিভিন্ন কারণে একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ একটি বিশেষ অঞ্চলে এসে জড়ো হলে তখন দুই বা তার বেশি ভাষার মিশ্রণে কোন্ ভাষার জন্ম হয়?

(a) কৃত্রিম ভাষা

(b) জটিল ভাষা

(c) বর্গীভূত ভাষা

(d) মিশ্র ভাষা

79. মিশ্র ভাষায়-

(a) ব্যাকরণের নিয়মকানুনগুলো বেশ জটিল

(b) ব্যাকরণের কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না

(c) পৃথিবীর বেশির ভাগ লোক কথা বলে

(d) শব্দভাণ্ডার খুব সমৃদ্ধ

80. মিশ্র ভাষার শব্দভাণ্ডার-

(a) সীমিত

(b) বেশ সমৃদ্ধ

(c) মোটামুটি সমৃদ্ধ

(d) এগুলোর কোনোটিই নয়

81. ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে কোন্ দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন?

(a) খজুনা ও মন্

(b) মন্ ও এসপেরান্তো

(c) পিজিন ও ক্রেওল

(d) চিনিক ও বিচলা

82. ইংরেজরা যেখানে ব্যবসার জন্য গিয়েছে সেখানে কোন্ ভাষার উদ্ভব হয়েছে?

(a) মডার্ন ইংলিশ

(b) প্রিমিটিভ ইংলিশ

(c) পিজিন ইংলিশ

(d) ফ্রেঞ্চ ইংলিশ

83. ফরাসিরা ব্যবসাবাণিজ্য করতে গেলে সেখানে উদ্ভব হয়েছে-

(a) ফ্রেঞ্চ ক্রেওল

(b) ফ্রেঞ্চ পিজিন

(c) ফ্রেঞ্চ মডার্ন

(d) ফ্রেঞ্চ প্রিমিটিভ

84. ক্রেওল প্রকৃতপক্ষে-

(a) পিজিনের পূর্বরূপ

(b) পিজিনের ক্রমবর্ধমান রূপ

(c) পিজিনেরই পরিণতি বা বিকাশ

(d) পিজিনের রূপতত্ত্ব

85. পিজিন-ইংরেজির প্রচলন কোথায় ছিল?

(a) জাপানের সীমান্তবর্তী এলাকায়

(b) চিনের উপকূল বন্দরে, জাপানে

(c) চিনের রাজধানীতে

(d) জার্মান উপনিবেশে

86. ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ কী?

(a) ক্রেওল

(b) পিজিন

(c) বিচ-লা-মা

(d) ফ্রেঞ্চ পিজিন

87. বিচ-লা-মা ব্যবহৃত হত কোন্ অঞ্চলে?

(a) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(b) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(c) পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(d) উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

৪৪. ফরাসি ও মাদাগাসকারি ভাষার মিশ্রণে কোন্ ভাষা তৈরি হয়েছিল?

(a) ফ্রেঞ্চ ক্রেওল

(b) হিব্রু ক্রেওল

(c) গ্রিক ক্রেওল

(d) মরিশাস ক্রেওল

89. অষ্টাদশ শতকে উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে কোন্ ভাষার জন্ম হয়েছিল?

(a) জুলু

(b) চিনুক

(c) গ্রিক

(d) বাস্ক

90. উনিশ শতকে ‘ভোলাপুক’ নামের কৃত্রিম ভাষা কে তৈরি করেন?

(a) যোহান মার্টিন শ্লেইয়ার

(b) ফ্রান্সিস বেকন

(c) জন উইলকিন্স

(d) রেনে দেকার্ত

91. কার প্রস্তাবিত বিশ্বভাষার নাম হয় এসপেরান্তো?

(a) গ্রীয়ার্সন

(b) ফ্রান্সিস বেকন

(c) রেনে দেকার্ত

(d) এল. এল. জামেনহফ

92. বর্তমান পৃথিবীতে এসপেরান্তো ভাষায় কত মানুষ কথা বলতে পারে? 

(a) দশ লক্ষ

(b) পনেরো লক্ষ

(c) কুড়ি লক্ষ

(d) পঁচিশ লক্ষ

93. সারা পৃথিবীতে কত লোকের মাতৃভাষা এসপেরান্তো?

(a) দশ হাজার

(b) এক হাজার

(c) তিন হাজার

(d) ছয় হাজার

94. কতগুলো সূত্রের মাধ্যমে এসপেরান্তো ভাষা আয়ত্ত করা সম্ভব?

(a) ১৫টি

(b) ১৮টি

(c) ২০টি

(d) ১৬টি

95. এসপেরান্তো ভাষার শব্দসংখ্যা কত?

(a) ছয় হাজারেরও বেশি

(b) সাত হাজারেরও বেশি

(c) দশ হাজারেরও বেশি

(d) পনেরো হাজারেরও বেশি

96. মাথা, হাত, চোখ ইত্যাদি অঙ্গসঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে ভাষাতাত্ত্বিকগণ কী বলে অভিহিত করেছেন?

(a) Sign Language

(b) Para Language

(c) Symbolic Language

(d) Theoritical Language

97. মূক ও বধিরদের জন্য তৈরি হওয়া বিশেষ সাংকেতিক ভাষাকে কী বলা হয়?

(a) Para Language

(b) Symbolic Language

(c) Theoritical Language

(d) Sign Language

98. Sign Language কে প্রথম উদ্ভাবন করেন?

(a) Thomas Gallandet

(b) Laurent Clerce

(c) Abbe’ Charles Michel de I ‘Epe’e

(d) Richard Paget

99. Sign Language-গুলির মধ্যে অন্যতম পদ্ধতি কী?

(a) Roget-Yemen

(b) Paget-Gorman

(c) Yess-Yemen

(d) Pass-Newman

100. Sign Language-এ ভাবে- সংকেত রয়েছে মোটামুটি-

(a) ৫০০০

(b) ৪০০০

(c) ৭০০০

(d) ৩০০০

101. উত্তর আমেরিকার অধিবাসীদের মধ্যে কোন্ ভাষা দীর্ঘকাল ধরেই প্রচলিত ছিল?

(a) আমের-ইন্দ

(b) সারা-নাকাচি

(c) আব-তক্লিফ

(d) নাকা-উদিপি

102. Madge Skelly প্রবর্তিত পদ্ধতিকে সাধারণভাবে কী বলা হয়?

(a) Hand-made

(b) Foot-talk

(c) Body-talk

(d) Hand-talk

103. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কী বলে?

(a) Oceanography

(b) Cardiography

(c) Dactylology

(d) Lingiography

104. কোন্ পদ্ধতিতে এখন মৌখিক ভাষা ও আঙুল দিয়ে বানান করা একই সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে?

(a) Demostar

(b) Rochester

(c) Rojester

(d) Dactostar

আরও পড়ুন – একাদশ শ্রেণির ১ম সেমেস্টারের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর

Leave a Comment