চারণকবি MCQ | Class XI 1st Semester
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. ‘চারণকবি’ কবিতাটির মূল রচনাকার কে?
(a) শঙ্খ ঘোষ
(b) ভারভারা রাও
(c) বেঞ্জামিন মোলায়েজ
(d) ডি ভেঙ্কট রাও
2. ভারভারা রাওয়ের লেখা মূল কবিতাটির নাম কী?
(a) কবি
(b) চারণকবি
(c) মুক্তি
(d) বীরগাথা
3. ভারভারা রাওয়ের ‘কবি’ কবিতাটি কোন্ কোন্ ভাষায় অনুবাদ করা হয়েছে?
(a) বাংলা
(b) ইংরেজি
(c) (a) এবং (b) উভয়ই
(d) তেলেগু
4. পাঠ্য কবিতাটি ভারভারা রাও কোন্ ভাষায় রচনা করেন?
(a) বাংলা
(b) হিন্দি
(c) ইংরেজি
(d) তেলেগু
5. ভারভারা রাও রচিত অনুবাদের নাম কী? ‘কবি’ কবিতাটির ইংরেজি
(a) The Bard
(b) The Bird
(c) The Poet
(d) Songs
6. ‘The Bard’ নামক অনূদিত কবিতাটি কে অনুবাদ করেন?
(a) ভারভারা রাও
(b) ডি. ভেঙ্কট রাও
(c) শঙ্খ ঘোষ
(d) সুভাষ মুখোপাধ্যায়
7. ভারভারা রাও কত খিস্টাব্দে ‘কবি’ কবিতাটি লেখেন?
(a) ১৯৫৫
(b) ১৯৮৫
(c) ২০১৫
(d) ২০১৯
৪. শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
(a) ২০০৮
(b) ২০১৬
(c) ২০১৯
(d) ২০২০
9. ভারভারা রাও রচিত ‘কবি’ কবিতাটি কোন্ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(a) ভবিষ্যথু চিত্রপটম্
(b) ওরেগিম্পু
(c) তেলেঙ্গানা বীরগাথা
(d) সমুদ্রম্
10. ভারভারা রাওয়ের পুরো নাম-
(a) পেন্ডিয়ালা ভারভারা রাও
(b) দিলদার ভেঙ্কট রাও
(c) পি. ভি. নরসীমা রাও
(d) কানহাইয়া ভারভারা রাও
11. ‘চারণকবি’ কথাটির অর্থ কী?
(a) যিনি চারটি করে চরণ নিয়ে কবিতা লেখেন
(b) যিনি হেঁটে হেঁটে ঘুরে বেড়ান এবং যা দেখেন তাই নিয়ে কবিতা লেখেন বা গান বাঁধেন
(c) সমগ্র চরাচর নিয়ে যিনি কবিতা লেখেন
(d) যিনি অন্যকে দেখে কবিতা লেখেন
12. ‘চারণকবি’ কবিতায় কাকে ‘চারণকবি’ বলা হয়েছে?
(a) রাজনৈতিক যোদ্ধা বেঞ্জামিন মোলায়েজকে
(b) পেন্ডিয়ালা ভারভারা রাও-কে
(c) মুকুন্দ দাসকে
(d) অ্যান্টনি ফিরিঙ্গিকে
13. ‘চারণকবি’ কবিতায় কী লোপাট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে?
(a) আইন
(b) টাকাপয়সা
(c) নিয়মকানুন
(d) কাগজপত্র
14. ‘সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল’-‘কালো মেঘের দল’ বলতে কী বোঝ?
(a) আকাশে ঘনিয়ে আসা কালো মেঘ
(b) জীবনের ওঠাপড়া
(c) সময়ের সঙ্গে সঙ্গে আবির্ভূত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ইত্যাদি সমস্যা
(d) পারিবারিক দ্বন্দু
15. কোথায় ফাঁস লাগানো হচ্ছে?
(a) হাতে
(b) হাঁটুতে
(c) কোমরে
(d) গলায়
16. কে কার গলায় ফাঁস লাগাচ্ছে?
(a) বর্ণবিদ্বেষী আফ্রিকান সরকার চারণকবি অর্থাৎ বেঞ্জামিন মোলায়েজের গলায় ফাঁস লাগাচ্ছে অর্থাৎ তাঁর সংগ্রামী কণ্ঠকে দমিত করছে
(b) শাসকশ্রেণি সাধারণ মানুষের গলায় ফাঁস লাগাচ্ছে
(c) পৃথিবীর সমস্ত চারণকবিদের গলায় ফাঁস লাগাচ্ছে
(d) (a) এবং (b) উভয়ই
17. কী চুঁইয়ে পড়ছে না?
(a) গঁদের আঠা
(b) চোখের জল
(c) গলার রক্ত
(d) বৃষ্টির জল
18. চোখের জল কেন শুকিয়ে গেছে?
(a) শাসকশ্রেণির অত্যাচারে নিরীহ মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছে বলে
(b) শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরে
(c) নেতা জেলে বন্দি থাকার কারণে
(d) সবগুলি
19. ঘূর্ণিপাকে বিদ্যুৎ কী হয়ে উঠছে?
(a) আলো
(b) বাজ
(c) অন্ধকার
(d) গর্জন
20. ‘ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়….”-কেন ঝিরঝিরে বৃষ্টি প্রলয় ঝড়ে পরিণত হচ্ছে?
(a) বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড় তুফান হচ্ছে
(b) প্রচুর বৃষ্টিতে হড়পা বান তৈরি হচ্ছে
(c) সর্বহারা মানুষের মনের ক্ষোভ জমতে জমতে বিস্ফোরণ ঘটছে, তাই সামান্য সহানুভূতি প্রলয়ঝড় ঘটাচ্ছে
(d) সবগুলি
21. ‘মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে’-এখানে ‘মা’ কে?
(a) চারণকবি বেঞ্জামিন মোলায়েজের মায়ের কথা বলা হয়েছে
(b) কবি ভারভারা রাওয়ের মায়ের কথা বলা হয়েছে
(c) কবি শঙ্খ ঘোষের মায়ের কথা বলা হয়েছে
(d) দেশমাতৃকার কথা বলা হয়েছে
22. মায়ের বেদনাশ্রু কেন তৈরি হয়েছে?
(a) ছেলে বেঞ্জামিনের জেল হওয়াতে
(b) ছেলে বেঞ্জমিনের ফাঁসির আদেশ হওয়াতে
(c) সংগ্রামী ছেলের মৃত্যু হওয়াতে
(d) সন্তান হারিয়ে যাওয়ার ফলে
23. ‘জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর।’-এখানে ‘লিপিকার স্বর’ বলতে কী বোঝানো হয়েছে?
(a) প্রতিবাদী সংগ্রামী কবি বেঞ্জামিনের প্রতিবাদের স্বর, জনগণের জন্য সংগ্রামী বার্তা
(b) কবির লেখা গানের সুর
(c) মায়ের কণ্ঠের গানের সুর
(d) কবি ভারভারা রাওয়ের প্রতিবাদের সুর
24. ‘লিপিকার স্বর’ কোথা থেকে বেরিয়ে আসছে?
(a) মায়ের কণ্ঠ থেকে
(b) কবির কণ্ঠ থেকে
(c) জেলের গরাদ থেকে
(d) ঈশ্বরের বাণী থেকে
25. ‘যখন কাঁপন লাগে জিভে’-কার জিভে কাঁপন লাগে?
(a) মানুষের
(c) কবির
(b) প্রাণীর
(d) শাসকের
26. ‘বাতাসকে মুক্ত করে দেয় সুর’- কথাটির প্রকৃত অর্থ কী?
(a) কবির প্রতিবাদের সুর আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ে
(b) কবির গান গুমোট আবহাওয়াকে হালকা করে
(c) নানান ছন্দের গান তৈরি হয়
(d) সবগুলি
27. সুরের মুক্তি ঘটে কীসে?
(a) যখন যোদ্ধারা গলা ছেড়ে গান গায়
(b) যখন কবির জিভে কাঁপন লাগে এবং প্রতিবাদী হয়ে ওঠেন
(c) বাতাস যখন বইতে শুরু করে
(d) সুর যখন ছন্দোময় হয়
28. ‘গান যখন হয়ে ওঠে …..’-গান কী হয়ে ওঠে?
(a) যুদ্ধের অস্ত্র
(b) মনের খোরাক
(c) জীবনের অবলম্বন
(d) সবগুলি
29. ‘গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র’- কীভাবে গান ‘যুদ্ধেরই শস্ত্র’ হয়ে ওঠে?
(a) গান হয়ে ওঠে বন্দুক
(b) গানের মধ্য দিয়েই কবির প্রতিবাদী সংগ্রামী সুর প্রকাশ পায়
(c) যুদ্ধক্ষেত্রে সৈনিকরা একসঙ্গে গান গাইলে
(d) যুদ্ধ শুরুর আগে নির্দিষ্ট গান অস্ত্রশস্ত্রকে উৎসর্গ করা হয়
30. ‘কবিকে তখন ভয় পায় ওরা’- কবিকে কখন ভয় পায়?
(a) কবির লেখনী যখন প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে
(b) কবি যখন অস্ত্র হাতে তুলে নেন
(c) কবি যখন যুদ্ধক্ষেত্রে যান
(d) কবি যখন প্রচারে বের হন
31. কারা কবিকে ভয় পায়?
(a) যারা কবিতা লিখতে পারে না
(b) যারা কবিতা পড়তে অপছন্দ করে
(c) যারা কবিকে শ্রদ্ধা করে
(d) বর্ণবিদ্বেষী অত্যাচারী শাসকশ্রেণি
32. ‘কবিকে তখন ভয় পায় ওরা’-এখানে ‘কবি’ কে?
(a) কবি ভারভারা রাও
(b) কবি শঙ্খ ঘোষ
(c) কবি বেঞ্জামিন মোলায়েজ
(d) কবি মুকুন্দ দাস
33. ‘কবিকে তখন ভয় পায় ওরা।’- ভয় পেয়ে কবিকে ওরা কী করে?
(a) কয়েদ করে
(b) গলায় আরো শক্ত করে ফাঁস লাগায়
(c) লুকিয়ে রাখে
(d) (a) এবং (b) উভয়ই
34. ‘শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস’-কোথায় ফাঁস জড়িয়ে দেয়?
(a) কবির গলায়
(b) কবির লেখায়
(c) সাধারণ মানুষকে
(d) সবগুলি
35. কবির গলায় ফাঁস লাগালেও তিনি কী করেন?
(a) ফাঁস নিজেই খুলে নেন
(b) হাসিমুখে মেনে নেন
(c) জনতার মাঝে কবির লেখনী শ্বাস ফেলে
(d) আবার কবিতা লেখেন
36. ‘শ্বাস ফেলছে জনতার মাঝে’-কে শ্বাস ফেলছে?
(a) মানুষ
(b) কবি
(c) গায়ক
(d) সকলেই
37. কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলছে?
(a) সুর
(b) কবিতা
(c) লেখা
(d) যন্ত্রণা
38. কবি কীভাবে জনতার মাঝে শ্বাস ফেলেন?
(a) জনতার মাঝে এসে নেতৃত্ব দিয়ে
(b) কবিকে ফাঁসি দিলেও কবির লেখনীই জনতার মাঝে প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে
(c) নিজের সমস্ত শ্বাসকষ্টকে সারিয়ে তুলে
(d) যুদ্ধক্ষেত্রে নেমে
39. কী মাটিতে মিলিয়ে যাচ্ছে?
(a) জৈব পদার্থ
(b) পোকামাকড়
(c) ফাঁসির মঞ্চ
(d) কবি
40. ফাঁসির মঞ্চ কেন মাটিতে মিলিয়ে যাচ্ছে?
(a) ভারসাম্য বজায় রাখার জন্য
(b) কবিকে রক্ষা করার জন্য
(c) শক্ত করে বাঁধা না থাকার জন্য
(d) সবগুলি
41. ‘স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে’-কে মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে?
(a) ফাঁসুড়ে
(b) জনগণ
(c) কবির লেখনী
(d) (a) এবং (b) উভয়ই
42. জনতার কাছে ফাঁসুড়ে কেমন?
(a) নির্মম
(b) তুচ্ছ
(c) অত্যাচারী
(d) প্রতারক
43. ‘ফাঁসুড়ে’ বলতে কাদের কথা বলা হয়েছে?
(a) অত্যাচারী শাসক বা রাষ্ট্রকে
(b) জল্লাদকে
(c) জঙ্গিদের
(d) জনতাকে
44. ‘তুচ্ছ ফাঁসুড়ে/দিচ্ছে ঝুলিয়ে’-ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়ার অর্থ কী?
(a) গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে
(b) অত্যাচারী শাসককে প্রতিহত করছে
(d) (a) এবং (b) উভয়ই
(d) ফাঁসুড়েকে ভারসাম্যহীন করে দিচ্ছে
সত্য বা মিথ্যা নির্বাচন করো
1. ‘চারণকবি’ কবিতাটি শঙ্খ ঘোষেরই লেখা।
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
2. ‘চারণকবি’ কবিতাটির মূল কাব্যটি লিখেছেন পেন্ডিয়ালা ভারভারা রাও-
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
3. ‘চারণকবি’ কবিতাটির মূল কবিতাটির নাম ‘কবি’।
(a) মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) আংশিক সত্য
(d) সত্য
4. ‘কবি’ কবিতাটি ভারভারা সংকলনের অন্তর্গত। রাওয়ের ‘মুক্তকাণ্ডম’ কাব্য
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
5. ‘কবি’ কবিতাটির ইংরেজি অনুবাদ করেন ডি. ভেঙ্কট রাও
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
6. ‘চারণকবি’ কবিতাটির ইংরেজি অনুবাদটি হল ‘The Bird’।
(a) পুরোপুরি সত্য
(b) বিচার্য
(c) বিচার্য নয়
(d) পুরোপুরি মিথ্যা
7. ‘চারণকবি’ কবিতাটি আফ্রিকার সংগ্রামী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েজের উদ্দেশে লেখা।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
৪. আফ্রিকার বোথা সরকার ছিল বর্ণবিদ্বেষী, তাই সামাজিক নিয়মকানুন সব লোপাট করে তিনি হয়ে উঠেছিলেন অত্যাচারী শাসক।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
9. ১৯৮৫ সালে ১৮ অক্টোবর প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসি দেওয়া হয়।
(a) মিথ্যা
(b) আংশিক মিথ্যা)
(c) সত্য
(d) আংশিক মিথ্যা
10. ১৯৮৫ সালে ২৩ অক্টোবর বেঞ্জামিন মোলায়েজকে উদ্দেশ করে ভারভারা রাও কবিতাটি লেখেন।
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
11. ১৯৮৫ সালে ২৩ অক্টোবর বেঞ্জামিন মোলায়েজকে উদ্দেশ করে শঙ্খ ঘোষ কবিতাটি অনুবাদ করেন।
(a) মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) আংশিক সত্য
12. বেঞ্জামিন মোলায়েজকে যখন ফাঁসি দেওয়া হয় তখন ভারভারা রাও জেলে বন্দি ছিলেন।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
13. বেঞ্জামিন মোলায়েজের ফাঁসির আগে তাঁর পিতা তাঁর সঙ্গে কারাগারে দেখা করতে যান।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
14. জেলের ভিতর বসে বেঞ্জামিন মোলায়েজ তাঁর প্রতিবাদ ও সংগ্রামী চেতনার কথা লিখে মায়ের হাত দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
(a) সত্য
(b) আংশিক সত্য
(c) মিথ্যা
(d) আংশিক মিথ্যা
15. ‘শস্ত্র’ শব্দের অর্থ হল অস্ত্র।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
16. কবির লেখনী যখন প্রতিবাদী হয় তখন রাষ্ট্র নির্ভয়ে জনতার ওপর অত্যাচার শুরু করে।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
17. ফাঁসির মঞ্চের ভারসাম্য রাখার জন্য জনতা তাকে টেনে নামিয়ে আনে মাটিতে।
(a) মিথ্যা
(b) সত্য
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
18. (i) ‘চারণকবি’ কবিতায় কবির গভীর শ্রদ্ধা বর্ষিত হয়েছে বেঞ্জামিন মোলায়েজের প্রতি।
(ii) নিয়মকানুন সব ঠিকঠাক থাকলে সময়ের ঢেউ- তোলা কালো মেঘের দল ফাঁস লাগায় গলায়।
(iii) বিপ্লবের পটভূমিতে গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র।
(iv) বেঞ্জামিন মোলায়েজের ফাঁসির সময় কবি বিদেশে ছিলেন।
(a) (i) মিথ্যা
(ii) সত্য
(ii) মিথ্যা
(iv) সত্য
(b) (i) সত্য
(ii) সত্য
(iii) মিথ্যা
(iv) মিথ্যা
(c) (i) সত্য
(ii) মিথ্যা
(iii) সত্য
(iv) মিথ্যা
(d) (i) মিথ্যা
(ii) মিথ্যা
(ii) মিথ্যা
(iv) সত্য
19 . (i) আফ্রিকার সরকারের বিরুদ্ধেই কবির প্রতিবাদ ধ্বনিত হয়েছে।
(ii) অত্যাচারী শাসকের অত্যাচারে সর্বহারা মানুষের জীবন সংকটাপন্ন হয়।
(iii) বেঞ্জামিন মোলায়েজের ফাঁসির আগে তাঁর মা তাঁর সঙ্গে জেলে দেখা করতে যাননি।
(iv) জনগণ ফাঁসির মঞ্চকে তুলে ধরে আকাশে।
(a) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(b) (i) সত্য(ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(c) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
20. (i) কবি ভারভারা রাও একজন রাজনৈতিক যোদ্ধা ও প্রতিবাদী কবি।
(ii) কবির মতে, আধুনিক রাষ্ট্রব্যবস্থার জন্য প্রয়োজন শাসকের কঠোর শাসন।
(iii) বেঞ্জামিন মোলায়েজ মায়ের হাত দিয়েই তাঁর সংগ্রাম বার্তা পৌঁছে দিয়েছেন জনগণের সামনে।
(iv) অত্যাচারী শাসকের প্রতিই কবির শ্রদ্ধা বর্ণিত হয়েছে।
(a) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(b) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(c) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(d) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
ক্রম অনুসারে সাজাও
1. (i) চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত
(ii) নিয়মকানুন যখন সব লোপাট
(iii) ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ
(iv) ফাঁস লাগাচ্ছে গলায়
(a) (i), (iii), (iv), (ii)
(b) (ii), (iv), (i), (iii)
(c) (iii), (ii), (iv), (i)
(d) (iv), (ii), (i), (iii)
2. (i) কবির কোনো লিপিকার স্বর
(ii) মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে
(iii) কোনো চোখের জলও নয়
(iv) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে
(a) (iii), (ii), (iv), (i)
(b) (i), (ii), (ii), (iv)
(c) (ii), (iv), (iii), (i)
(d) (iv), (iii), (i), (ii)
3. (i) বাতাসকে মুক্ত করে দেয় সুর
(ii) কবিকে তখন ভয় পায় ওরা
(iii) গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র
(iv) যখন কাঁপন লাগে জিভে
(a) (iii), (i), (iv), (ii)
(b) (ii), (i), (iv), (iii)
(c) (i), (iii), (iv), (ii)
(d) (iv), (i), (iii), (ii)
4. (ⅰ) শ্বাস ফেলছেন জনতার মাঝখানে
(ii) কয়েদ করে তাকে, আর
(iii) গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস
(iv) কিন্তু তাঁরই মধ্যে কবি তাঁর সুর নিয়ে
(a) (ii), (iii), (iv), (i)
(b) (i), (iii), (ii), (iv)
(c) (iii), (i), (iv), (ii)
(d) (iv), (i), (ii), (iii)
5. (i) প্রতিবাদী জনতা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে
(ii) ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে
(iii) তুচ্ছ ফাঁসুড়েকে
(iv) জনতা দিচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে
(a) (i), (iii), (ii), (iv)
(b) (iv), (iii), (ii), (i)
(c) (ii), (i), (iii), (iv)
(d) (iii), (ii), (i), (iv)
বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো
1. বিবৃতি: সমাজের নিয়মকানুন সব লোপাট হয়ে যায়।
কারণ: (i) সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল আকাশে ভিড় জমায়।
কারণ: (ii) অত্যাচারী রাষ্ট্র বা শাসকশ্রেণি প্রতিবাদী কবির গলায় ফাঁস লাগিয়ে দেয়।
(a) কারণ (i) ভুল, (ii) ঠিক
(b) কারণ (i) এবং (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, (ii) ভুল
(d) কারণ (i) এবং (ii) দুটোই ভুল
2. বিবৃতি: মায়ের বেদনাশ্রুতে বুক ভরে ওঠে।
কারণ: (i) মা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ছেলের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছে।
কারণ: (ii) মায়ের হাতে সন্তান পাঠিয়ে দিচ্ছে প্রতিবাদের বার্তা।
(a) কারণ (i) এবং (ii) দুটোই ভুল
(b) কারণ (i) ঠিক, (ii) ভুল
(c) কারণ (i) এবং (ii) দুটোই ঠিক
(d) কারণ (i) ভুল, (ii) ঠিক
3. বিবৃতি: কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে।
কারণ: (i) কবির লেখনীই সমাজে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।
কারণ: (ii) অত্যাচারী রাষ্ট্র কবির গলায় আরও জোরে ফাঁস লাগাতে চায়।
(a) কারণ (i) ঠিক, (ii) ভুল
(b) কারণ (i) এবং (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ভুল, (ii) ঠিক
(d) কারণ (i) এবং (ii) দুটোই ভুল
আরও পড়ুন – একাদশ শ্রেণির ১ম সেমেস্টারের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর