1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ব্যর্থতার কারণ কী ছিল

1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ব্যর্থতার কারণ কী ছিল
1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ব্যর্থতার কারণ কী ছিল?

রুশ বিপ্লবের ব্যর্থতার কারণ

রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দে জমি ও স্বাধীনতার জন্য যে বিপ্লব হয়েছিল তা ব্যর্থ হয়। এই ব্যর্থতার পশ্চাতে কতকগুলি কারণ উল্লেখ করা যায়-
① 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কোনো রাজনৈতিক দলই এই বিপ্লবের জন্য প্রস্তুত ছিল না। শ্রমিক, কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে বিপ্লব করলেও যোগ্য নেতৃত্ববিহীন বিপ্লবে সাফল্য লাভের সম্ভাবনা ছিল না।
② 1905-এর বিপ্লবে ট্রটস্কির নেতৃত্বে বলশেভিক দল, মেনশেভিক এবং সোশ্যালিস্ট রেভোলুশনারি দল সক্রিয়ভাবে অংশ নিলেও তাদের মধ্যে রাজনৈতিক লক্ষ্যের মিল ছিল না। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতপার্থক্য বিপ্লবের সাফল্যের অন্তরায় ছিল। 
③ রুশ জারের কঠোর দমন নীতি বিপ্লবের ব্যর্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। 
④ 1905 খ্রিস্টাব্দে বিপ্লবীরা কোনো বিদেশি শক্তির সাহায্য পায়নি কিন্তু রুশ জার, বিপ্লব দমনে ফ্রান্সের সাহায্য পেয়েছিলেন। 
⑤ রাশিয়ার সর্বত্র এই বিপ্লব না হওয়ায় জারের পক্ষে বিক্ষিপ্ত অঞ্চলে বিদ্রোহ দমন করা সহজসাধ্য ছিল। 
⑥ 1905 খ্রিস্টাব্দের বিপ্লবে প্রধান অংশগ্রহণকারী শ্রমিক ও কৃষকদের লক্ষ্য এক ছিল না। কৃষকদের লক্ষ্য ছিল জমির মালিকানা এবং শ্রমিকদের লক্ষ্য ছিল জারতন্ত্রের অবসান। সুতরাং, দেখা যাচ্ছে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবে বিপ্লবীদের পারস্পরিক অসহযোগিতা ইত্যাদি নানাবিধ কারণে এই বিপ্লব ব্যর্থ হয়েছিল।

Leave a Comment