মাইটোসিসের মেটাফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য লেখো। |
মেটাফেজ (Metaphase)
(i) এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়।
(ii) বেম বা স্পিন্ডল (spindle) গঠিত হয়। বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতত্ত্ব (Spindle fibres) বিস্তৃত থাকে। যে বেমতত্ত্বগুলির সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে, তাদের ক্রোমোজোমীয় তত্ত্ব (chromosomal fibres) এবং যে বেমতত্ত্বগুলি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, তাদের অবিচ্ছিন্ন তত্ত্ব (continuous fibre) বলে।
(iii) ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে (equa- torial plane) অর্থাৎ বেমের মাঝখানে ক্রোমোজোমীয় তত্ত্বর সঙ্গে সেন্ট্রোমিয়ারের সাহায্যে সংলগ্ন থাকে। প্রাণীকোশের ক্ষেত্রে ছোটো ক্রোমোজোমগুলি বেমের পরিধির দিকে এবং অপেক্ষাকৃত বড়ো ক্রোমোজোমগুলি বেমের কেন্দ্রের দিকে অবস্থান করে। উদ্ভিদ কোশের ক্ষেত্রে ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে সম্পূর্ণ পরিধিকে ঘিরে অবস্থান করে।
প্রাণীকোশের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি এবং উদ্ভিদ কোশের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল বেমতত্ত্ব গঠন করে।