পর্ব আর্থ্রোপোডা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও। |
পর্ব আর্থ্রোপোডা (Arthropoda; arthros = সন্ধিল, podos = পদ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ
(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।
(ii) দেহ গঠন (Body form): দেহ তিনটি অংশে বিভক্ত। যথা- মস্তক, বক্ষ ও উদর। কোনো কোনো ক্ষেত্রে মস্তক ও বক্ষ একত্রে শিরোবক্ষ (cephalothorax) গঠন করে।
(iii) বহিঃকঙ্কাল (Exoskeleton): হালকা, শক্ত, জল- নিরোধক, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা দেহ আবৃত থাকে।
(iv) সন্ধিল উপাঙ্গ (Jointed Appendages): সমস্ত উপাঙ্গ সন্ধিল প্রকৃতির হয়।
(v) সিলোম (Coelom): দেহগহ্বর বা সিলোম রক্তপূর্ণ থাকায় একে হিমোসিল (Haemocoel) বলে।
(vi) সংবহনতন্ত্র (Circulatory system) : সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। রক্ত হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন, একে হিমোলিম্ফ (Haemolymph) বলে।
(vii) শ্বাসঅঙ্গ (Respiratory organ): বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন শ্বাসঅঙ্গ বর্তমান। যেমন- ফুলকা (চিংড়ি), শ্বাসনালি বা ট্রাকিয়া (আরশোলা), বুকগিল (লিমুলাস), বুকলাং (কাঁকড়াবিছে) প্রভৃতি।
(viii) রেচন অঙ্গ (Excretory organ) : বিভিন্ন প্রকৃতির রেচন অঙ্গ বর্তমান। যেমন-সবুজ গ্রন্থি বা গ্রিনগ্ল্যান্ড (চিংড়ি), ম্যালপিজিয়ান নালিকা (আরশোলা), কক্সাল গ্রন্থি (কাঁকড়াবিছে) প্রভৃতি।
(ix) স্নায়ুতন্ত্র (Nervous system): স্নায়ুতন্ত্র উন্নত ধরনের মস্তিষ্ক, একজোড়া অঙ্কীয় নিরেট স্নায়ুরজ্জু, বক্ষ ও উদর গ্যাংলিয়া দ্বারা গঠিত। এদের সরলাক্ষি বা পুঞ্জাক্ষি থাকে।
(x) ঐচ্ছিক পেশি (Voluntary muscle) : আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত প্রাণীরা ঐচ্ছিক পেশি যুক্ত হয়।
(xi) অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) : আর্থ্রোপোডা গোষ্ঠীর মধ্যে প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি উৎপত্তি লাভ করে। এরা ফেরোমোন (বহিঃহরমোন) ক্ষরণে সক্ষম।
(xii) জনন (Reproduction): একলিঙ্গ, যৌনদ্বিরূপতা দেখা যায়।
উদাহরণ: আরশোলা- পেরিপ্ল্যানেটা আমেরিকানা (Periplaneta americana) মাছি- মুসকা ডোমেস্টিকা (Musca domestica)