দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি (Dicotyledoneae; Di = দুটি cotyledon = বীজপত্র)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) বীজপত্র (Cotyledon): এদের বীজপত্রের সংখ্যা দুটি।

(ii) মূল (Root): প্রধানমূল সৃষ্টি হয় এবং তা শাখাপ্রশাখাযুক্ত হয়। মূলরোম উপস্থিত।

(iii) কাণ্ড (Stem): কান্ড শাখাপ্রশাখাযুক্ত। কান্ডে ক্যামবিয়ামের জন্য গৌণ বৃদ্ধি ঘটে। কখনও বর্ষবলয় দেখা যায়।

(iv) পাতা (Leaf): পাতা সাধারণত বিষমপৃষ্ঠ ও জালিকাকার শিরাবিন্যাসযুক্ত।

(v) ফুল (Flower):
ফুলে স্তবকের সংখ্যা পাঁচটি অথবা চারটি হয়। 

(vi) বীজ (Seed): সস্যল ও অসস্যল উভয় প্রকার বীজ দেখা যায়। ফলত্বক ও বীজত্বক আলাদা থাকে। 
(vii) ভ্রুণ (Embryo): ভূণমূল ও ভূণমুকুলে কোনো আবরণী থাকে না।

উদাহরণ: মটর গাছ-পাইসাম স্যাটিভাম (Pisum sativum)ও আম গাছ- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera in- dica)

Leave a Comment