দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও। |
দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনি (Dicotyledoneae; Di = দুটি cotyledon = বীজপত্র)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য
(i) বীজপত্র (Cotyledon): এদের বীজপত্রের সংখ্যা দুটি।
(ii) মূল (Root): প্রধানমূল সৃষ্টি হয় এবং তা শাখাপ্রশাখাযুক্ত হয়। মূলরোম উপস্থিত।
(iii) কাণ্ড (Stem): কান্ড শাখাপ্রশাখাযুক্ত। কান্ডে ক্যামবিয়ামের জন্য গৌণ বৃদ্ধি ঘটে। কখনও বর্ষবলয় দেখা যায়।
(iv) পাতা (Leaf): পাতা সাধারণত বিষমপৃষ্ঠ ও জালিকাকার শিরাবিন্যাসযুক্ত।
(v) ফুল (Flower): ফুলে স্তবকের সংখ্যা পাঁচটি অথবা চারটি হয়।
(vi) বীজ (Seed): সস্যল ও অসস্যল উভয় প্রকার বীজ দেখা যায়। ফলত্বক ও বীজত্বক আলাদা থাকে।
(vii) ভ্রুণ (Embryo): ভূণমূল ও ভূণমুকুলে কোনো আবরণী থাকে না।
উদাহরণ: মটর গাছ-পাইসাম স্যাটিভাম (Pisum sativum)ও আম গাছ- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera in- dica)