দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল বলে তোমার মনে হয় – আজকের পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল তা আলোচনা করা হল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল বলে তোমার মনে হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল বলে তোমার মনে হয়? |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি কতটা দায়ী ছিল বলে তোমার মনে হয়
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই সন্ধি (1919 খ্রিস্টাব্দ) অনেকাংশেই দায়ী ছিল। এর কিছু কারণ হল-
① প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। এই কারণে তারা জার্মানিকে অপমানজনক ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। সেই অপমানের ক্ষোভ অনেকাংশে জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হওয়ার প্ররোচনা দিয়েছিল।
② ভার্সাই সন্ধিতে মিত্রশক্তি দ্বারা আরোপিত বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণের বোঝা জার্মানি মেনে নিতে পারেনি, এই কারণেও তারা ক্ষুব্ধ হয়।
③ ভার্সাই সন্ধি অনুসারে মিত্রশক্তি দ্বারা জার্মানির শিল্প সমৃদ্ধ কিছু ভূখণ্ড কেড়ে নেওয়া হয়েছিল। খনিজ ও শিল্পাঞ্চল দখল করাটা সেই দেশের জনগণ মেনে নিতে পারেনি।
④ এই সন্ধির মাধ্যমে জার্মানিকে সামরিক দিক থেকেও দুর্বল করে দেওয়া হয়।
উপসংহার
হিটলার ভার্সাই সন্ধির অপমানজনক শর্তগুলি মানতে অস্বীকার করেন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।