ওষুধ তৈরিতে জীববিদ্যার গুরুত্ব উল্লেখ করো। |
ওষুধ তৈরিতে জীববিদ্যার গুরুত্ব/ ভূমিকা
• জীববিদ্যার এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন অণুজীব থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক (যেমন- পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, অ্যাম্পিসিলিন, এরিথ্রোমাইসিন প্রভৃতি) আবিষ্কার করা সম্ভব হয়েছে।
• বিভিন্ন প্রাণীজাত পদার্থ থেকে বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কৃত হয়েছে। যেমন- (ⅰ) সাপের বিষ থেকে ল্যাকোসিস, (ii) মৌমাছির বিষ থেকে এপিস, (iii) রোগাক্রান্ত কুকুরের লালারস – থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন হাইড্রোফোবিনাম প্রভৃতি।
• বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়। যেমন- সর্পগন্ধা থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চরক্তচাপ প্রশমনকারী ওষুধ তৈরিতে, সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।