উপপর্ব ভার্টিব্রাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। উপপর্ব ভার্টিব্রাটাকে কটি অধিশ্রেণিতে ভাগ করা হয় ও কী কী

উপপর্ব ভার্টিব্রাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। উপপর্ব ভার্টিব্রাটাকে কটি অধিশ্রেণিতে ভাগ করা হয় ও কী কী
উপপর্ব ভার্টিব্রাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। উপপর্ব ভার্টিব্রাটাকে কটি অধিশ্রেণিতে ভাগ করা হয় ও কী কী?

উপপর্ব ভার্টিব্রাটা (Vertebrata)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) নোটোকর্ড ও ভার্টিব্রাল কলাম (Notochord and Vertebral Column): ভূণদশায় নোটোকর্ড থাকলেও পরবর্তী পরিস্ফুরণকালে নোটোকর্ড তরুণাস্থি বা অস্থিনির্মিত মেরুদণ্ড বা Vertebral column দ্বারা প্রতিস্থাপিত হয়। এজন্য এদের মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা বলা হয়।

(ii) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (Central Nervous System): সুস্পষ্ট মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে বিভক্ত। মস্তিষ্ক করোটি (Cranium or brain box) দ্বারা সুরক্ষিত থাকে বলে, এদের ক্রেনিয়াটা বলা হয়।

(iii) রেচন অঙ্গ (Excretory organ): বৃক্ক বা কিডনি রেচন ও অসমোরেগুলেশনে সাহায্য করে।

(iv) সংবহনতন্ত্র (Circulatory system):
বদ্ধ প্রকৃতির। RBC হিমোগ্লোবিনযুক্ত হওয়ায় রক্তের রং লাল।

(v) শ্বাসঅঙ্গ (Respiratory organ):
ফুলকা, ত্বক বা ফুসফুস।

(vi) উপাঙ্গ (Appendages) :
যুগ্ম উপাঙ্গ বা গমন অঙ্গ (পাখনা বা পদ) উপস্থিত থাকে।

(vii) অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) :
বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি বর্তমান যা হরমোন ক্ষরণ করে।

(viii) বহিঃকঙ্কাল (Exoskeleton):
আঁশ, পালক বা লোমযুক্ত হয়।

উপপর্ব ভার্টিব্রাটা দুটি অধিশ্রেণিতে (Superclass) বিভক্ত। যথা- (a) অ্যাগনাথা (Agnatha) ও (b) ন্যাথোস্টোমাটা (Gnathostomata) |

Leave a Comment