উপপর্ব ইউরোকর্ডাটা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও। |
উপপর্ব ইউরোকর্ডাটা (Urochordata; Oura = লেজ, chordata = নোটোকর্ড,)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ
(i) প্রকৃতি (Nature): সামুদ্রিক, এককভাবে বা উপনিবেশ গঠন করে বাস করে, ব্যাগের মতো দেহ যা টিউনিক নামক আবরণ দ্বারা ঢাকা এবং উভয়লিঙ্গ প্রকৃতির।
(ii) নোটোকর্ড (Notochord): লার্ভা অবস্থায় দেহে নোটোকর্ড থাকে যা পূর্ণাঙ্গদশায় অবলুপ্ত হয়ে যায়।
(iii) জীবনচক্র (Lifecycle): জীবনচক্রে ট্যাডপোল দশা এবং রিট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়। nmuión indehav
(iv) গলবিলীয় ফুলকা ছিদ্র (Pharyngeal Gill Slits): গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বা স্টিগমাটা উপস্থিত থাকে। স্টিগমাটা এট্রিয়ামে উন্মুক্ত হয়।
উদাহরণ: অ্যাসিডিয়া – অ্যাসিডিয়া মেনটুলা (Ascidia mentula) স্যালপা- স্যালপা ম্যাক্সিমা (Salpa maxima)