ভাঙ্গর অপেক্ষা খাদার বেশি উর্বর কেন

ভাঙ্গর অপেক্ষা খাদার বেশি উর্বর কেন

ভাঙ্গর অপেক্ষা খাদার বেশি উর্বর কেন
ভাঙ্গর অপেক্ষা খাদার বেশি উর্বর কেন?
উচ্চ গাঙ্গেয় সমভূমির নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় খাদার এবং উচ্চ গাঙ্গেয় সমভূমির নদী অববাহিকা থেকে দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। ভাঙ্গর অপেক্ষা খাদার অত্যন্ত উর্বর। এর কারণগুলি হল-
  1. খাদার অঞ্চলটি নবীন পলিমাটি দ্বারা গঠিত। যেহেতু এই অঞ্চলটি নিম্ন সমতলভূমি তাই এখানে প্রায় প্রতিবছর বন্যায় প্রচুর পরিমাণ নতুন পলির সঞ্চয় ঘটে, যার মধ্যে প্রচুর পরিমাণে উদ্ভিদের পুষ্টিমৌল অবস্থান করে। ফলে এই অঞ্চল অত্যন্ত উর্বর হয়। উর্বর মৃত্তিকা কৃষিকাজের পক্ষে অত্যন্ত উপযোগী। এখানে ধান, গম, তৈলবীজ, পাট, ডাল ইত্যাদি কৃষিজফসল প্রচুর পরিমাণে চাষ হয়।
  2. অপরপক্ষে ভাঙ্গর অঞ্চল প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। এই অঞ্চলটি খাদার অঞ্চল অপেক্ষা সামান্য উচ্চ সমতলভূমি। তাই এখানে প্রতি বছর বন্যার প্রকোপও কম। ফলে দীর্ঘদিন ধৌত প্রক্রিয়ায় পুষ্টিমৌল অপসারিত হওয়ায় এই অঞ্চলের মৃত্তিকা কৃষিকাজের পক্ষে ততটা উপযোগী নয়। এখানে আলু, সরিষা, শাকসবজি প্রভৃতি চাষ হয়ে থাকে।

আরও পড়ুন – নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রচনা

Leave a Comment