উপকূলের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্কমৃত্তিকা বলে কেন? |
যে মাটিতে জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য তা উদ্ভিদ গ্রহণ করতে পারে না সেই মাটিকে শারীরবৃত্তীয় শুষ্কমাটি বলে। উপকূল অঞ্চলের মাটিও একপ্রকার শারীরবৃত্তীয় শুষ্কমাটি কারণ–
- উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যথেষ্ট পরিমাণে জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য সাধারণত উদ্ভিদ ওই জল সহজে গ্রহণ করতে পারে না। তাই এই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।
- উপকূলীয় মৃত্তিকায় লবণের ভাগ বেশি থাকায় মৃত্তিকা দ্রবণের ঘনত্ব উদ্ভিদের কোশরসের ঘনত্ব অপেক্ষা বেশি হয়। এ কারণে অভিস্রবণের নীতি অনুযায়ী উদ্ভিদের মূল এই মৃত্তিকা থেকে জল শোষণ করতে পারে না। ফলে উদ্ভিদের প্রোটোপ্লাজমের সংকোচন ঘটে, অনেক ক্ষেত্রে উদ্ভিদ মারাও যায়।