সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা – কোন্ সর্বনাশের কথা বলা হয়েছে? ওই ঘটনা উচ্ছবের জীবনে কোন্ পরিণতি ডেকে এনেছিল
সব নাকি বাদার দৌলতে-বাদার দৌলতে বাসিনীর মনিব বাড়ির কী লাভ হয়েছে? উচ্ছবের বাদার সঙ্গে এই বাদার পার্থক্য কী ছিল
দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে-কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো
আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের-‘বাদা’ কাকে বলে? কেন উচ্ছবের পক্ষে আসল বাদাটা খোঁজ করা সম্ভব হয় না
সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল-অনাহারে মৃত্যু-এই ‘দেখা’-র ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল