“কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন।” -কোন্ সত্যের কথা বলা হয়েছে? তা কীভাবে উন্মুক্ত হয়েছে?
‘যতদিন ধনী ছিলাম, কখনও সুখ পাইনি।’-ধনী অবস্থায় ইলিয়াসের সংসারে সুখ ছিল না কেন? দুঃখের জীবন থেকে বুড়োবুড়ি কীভাবে সুখের জীবন লাভ করল?
“এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল।”-এখানে কার কথা বলা হয়েছে? কীভাবে কোন অবস্থা থেকে সে প্রচুর সম্পত্তির মালিক হতে পেরেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দাও।