অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক -এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে? তাঁরা অবসন্ন কেন? ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বপ্ন -কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন
ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন
ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে -কার, কোন্ অনুভূতি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? ভাতের সংস্পর্শে সে যে স্বর্গসুখ পায়, তার বিবরণ দাও।
বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন -বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কী
আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের – উচ্ছব কে? সে কোন্ বাদার খোঁজ করতে চেয়েছিল? কেন তার পক্ষে সেই বাদাটির খোঁজ করা হয়ে উঠল না
সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে -‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? ‘সে’ কে? বুঝতে পেরে সে কী করেছিল