শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল? |
আধুনিক যুগে ব্রিটেনে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল। তারপর সমগ্র ইউরোপে শিল্পবিপ্লব ঘটে। শিল্পবিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হলেও শিল্পবিপ্লবের ফলেই উপনিবেশের জন্ম হয়েছিল।
শিল্পবিপ্লব ও উপনিবেশের সৃষ্টি
শিল্পবিপ্লবের ফলে উপনিবেশের জন্মের কারণগুলি হল-
উৎপাদন বৃদ্ধি
শিল্পবিপ্লবের ফলে শিল্পজাত পণ্যসামগ্রীর উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায়। নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্যসামগ্রীর উপযুক্ত ব্যবস্থার জন্য উপনিবেশের প্রয়োজনীয়তা দেখা দেয়।
বাড়তি পণ্য বিক্রির বাজার সৃষ্টি
শিল্পবিপ্লবের ফলে বাড়তি পণ্যের বাজার সৃষ্টি করার জন্য উপনিবেশ সৃষ্টি করা হয়।
কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা বৃদ্ধি
শিল্পের জন্য কাঁচামাল প্রয়োজন। শিল্পবিপ্লবের ফলে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহের চাহিদা আরও বৃদ্ধি পায়। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি বিভিন্ন দেশে উপনিবেশ সৃষ্টি করে।
মূলধনের প্রাচুর্য
শিল্পবিপ্লবের ফলে শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ বা মূলধন সঞ্চিত হয়। শিল্পোন্নত দেশগুলির শিল্পপতি ও পুঁজিপতিরা মূলধন বিনিয়োগ করার উদ্দেশ্যে এ উপনিবেশ প্রতিষ্ঠার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে।