শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব কী ছিল

শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব

শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব কী ছিল
শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব কী ছিল

শিল্পবিপ্লব ইউরোপ মহাদেশ তথা বিশ্বের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্পবিপ্লবের প্রভাব ছিল অপরিসীম।

শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব

সামাজিক জীবনে শিল্পবিপ্লবের গভীর প্রভাব পরিলক্ষিত হয়।

দুটি নতুন শ্রেণির উদ্ভব-মালিক ও শ্রমিক

শিল্পবিপ্লবের ফলে সমাজ দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে- পুঁজিপতি মালিকশ্রেণি এবং শ্রমজীবী শ্রেণি। শিল্পোৎপাদনে মূলধন বিনিয়োগ করে যারা তা থেকে মুনাফা লাভ করত, তারা হল পুঁজিবাদী শ্রেণি বা Capitalist Class। আর যারা কারখানায় শ্রমদান করে পণ্য উৎপাদন করত, বিনিময়ে পণ্যের উপর কোনো দাবি না করে শুধু মজুরি পেত, তারা শ্রমজীবী শ্রেণি বা Working Class নামে পরিচিত ছিল।

নতুন নতুন নগরের সৃষ্টি

বিভিন্ন স্থানে কলকারখানার প্রতিষ্ঠার ফলে অনেক নতুন নতুন শিল্পনগরী গড়ে ওঠে। শিল্পবিপ্লবের ফলে ব্রিটেনের ম্যানচেস্টার, নিউ ক্যাসেল, ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুর প্রভৃতি স্থানে নতুন নতুন শিল্পনগরীর সৃষ্টি হয়।

নগরকেন্দ্রিক সমাজের সৃষ্টি

কলকারখানায় কাজ করার জন্য গ্রামের সাধারণ মানুষ দলে দলে শহরে এসে বসবাস শুরু করে। ফলে একদিকে জনবহুল নগর সমাজের সৃষ্টি হয়, কিন্তু অপরদিকে গ্রামগুলি শ্রীহীন হয়ে পড়ে।

বুর্জোয়া শ্রেণির উদ্ভব ও প্রভাব বৃদ্ধি

শিল্পবিপ্লবের ফলে শিল্পপতি, ব্যবসায়ী, মহাজন ইত্যাদি পেশাদার শ্রেণির মানুষের উদ্ভব হয়। এরা ‘বুর্জোয়া শ্রেণি’ বা ‘মধ্যবিত্তশ্রণি’ নামে পরিচিত। কালক্রমে এই নতুন বুর্জোয়া শ্রেণি সমাজে আধিপত্য প্রতিষ্ঠা করে। পূর্বতন সামন্তশ্রেণির অবলুপ্তি ঘটে।

শ্রমিকদের দুর্দশা এবং শ্রমিক সংঘ

শ্রমিকশ্রেণির ব্যাপক কর্মসংস্থান ঘটার সঙ্গে সঙ্গে এক সংঘবদ্ধ সামাজিক শ্রেণি হিসেবে শ্রমিক শ্রেণির মধ্যে নানা সামাজিক সমস্যা দেখা দেয়। এই সমস্যার অন্তর্ভুক্ত ছিল খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি প্রায় সবকিছু। নারী ও শিশুদেরও বেশি করে উৎপাদনের সঙ্গে যুক্ত করা হয়। ফলে শ্রমিক শ্রেণির সামাজিক অবস্থার উন্নয়নের জন্য শ্রমিক সংঘ গড়ে ওঠে ও শ্রমিক আন্দোলনের সূচনা হয়।

Leave a Comment