জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণ কী

জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণ

জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণ কী

জার্মানিতে শিল্পবিপ্লব : ১৮৩০ খ্রিস্টাব্দে জার্মানিতে শিল্পবিপ্লব শুরু হয়। ১৮৫০ খ্রিস্টাব্দ নাগাদ তা গতিশীল হয় এবং জার্মানির ঐক্যবদ্ধকরণের পর বিসমার্কের সময় তা চরম সীমায় পৌঁছোয়। ১৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে শিল্পায়নের গতি মন্থর হওয়ার পিছনে একাধিক কারণ লক্ষ করা যায়।

জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণ

কয়লা ও লোহার প্রাচুর্য থাকা সত্ত্বেও জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি হল-
  • ১৮৭০ খ্রিস্টাব্দের আগে জার্মানিতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। ৩৯টি রাজ্যে বিভক্ত জার্মানিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহণ করতে হলে প্রত্যেকটি রাজ্যকে আলাদা আলাদাভাবে শুল্ক প্রদান করতে হত। ফলে ব্যাবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।
  • কৃষিপ্রধান জার্মানিতে শিল্পদ্রব্যের খুব বেশি চাহিদা না থাকায় এবং বিদেশে জার্মানির কোনো উপনিবেশ না থাকার ফলে শিল্পদ্রব্য বিক্রির বাজার ছিল না। তাই জার্মানিবাসী শিল্পবিকাশে ততটা আগ্রহ দেখায়নি।
  • জার্মানির অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও শিল্পবিকাশের পথে একটি বড়ো বাধাস্বরূপ ছিল।
  • মূলধন ও শ্রমিকের অভাবও একটি বড়ো কারণ হিসেবে দেখা দিয়েছিল।

আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো

Leave a Comment