আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?’- এমনটা মনে হচ্ছে কেন? |
শঙ্খ ঘোষের লেখা ‘জলই পাষাণ হয়ে আছে’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে।
মনে হওয়ার কারণ
২০০৩ সালের গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে লিখিত এই কবিতায় ভারতবর্ষের এক অন্ধকার সময়কে কবি ব্যক্ত করেছেন। এইসময় মানুষে মানুষে ধর্মীয় বিভেদ তীব্র আকার ধারণ করে। ফলে মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এমন সংকটের সামনে মানুষ যেন তার পা রাখার জমিটুকুও হারিয়ে ফেলে। যুদ্ধকালীন সন্ত্রাসে সন্ত্রস্ত মানুষের মাথার উপর সারাক্ষণ বোমারু বিমানের পাহারা আর পায়ের তলায় ‘হিমানীর বাঁধ’-এর মতো ভঙ্গুর, অস্থায়ী মাটি। সেইসময় আশ্রয়হারা মানুষদের সামনের ৪ চলার পথে ছিল শুধু অন্ধকার। এমন অন্ধকার ভবিষ্যতের সামনে শিশুদের রঙিন জীবনও বিপর্যস্ত হয়ে যায়, সেইসব উজ্জ্বল শৈশবের মৃত্যু হতে থাকে। যে জাতির ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে, সেই জাতির ৪ মৃত্যু নিশ্চিত। তাই এক ভয়ংকর অস্থির সময়ে দাঁড়িয়ে, কবি সন্ত্রস্ত ও সংশয়ান্বিত হয়ে উদ্ধৃত মন্তব্যটি করেন।