টীকা লেখো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা

টীকা লেখো: ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা
টীকা লেখো: ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা

ফরাসি সংবিধান সভার (Constituent Assembly) একটি গুরুত্বপূর্ণ অবদান হল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট “মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা”। এই ঘোষণাপত্রটি ইংল্যান্ডের বিল অফ রাইটস (১৬৮৯ খ্রি.), আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র (১৭৭৬ খ্রি.) এবং অষ্টাদশ শতকের দার্শনিক মতবাদের ভিত্তিতে রচিত। এটিকে ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বলা হয়।

মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা

এই ঘোষণাপত্রে বলা হয়-

  • মানুষের জন্মগত অধিকার হল স্বাধীনতা।
  • আইনের চোখে সকলেই সমান।
  • রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী হল জনগণ।
  • রাজপদে নিয়োগের মাপকাঠি হল যোগ্যতা- বংশমর্যাদা নয়।
  • বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি হল মানুষের সর্বজনীন অধিকার।

সীমাবদ্ধতা

ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন- এতে সামাজিক সাম্য ও অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। শিক্ষার অধিকার সম্পর্কে কিছু বলা হয়নি। তা ছাড়া নাগরিকের অধিকারের কথা বলা হলেও তাদের দায়িত্ব এবং কর্তব্য বিষয়ে এই ঘোষণাপত্র ছিল সম্পূর্ণ নীরব।

গুরুত্ব

কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। এই ঘোষণাপত্রে শুধু ফ্রান্সের জনগণ নয়- সমগ্র মানবজাতির অধিকারের কথা ঘোষণা করা হয়েছে। ঐতিহাসিক ওলার (Aulard) বলেছেন যে, এই ঘোষণাপত্রটি ছিল “পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা”। (The Declaration was a death certificate of the Old Regime)। লর্ড অ্যাকটন (Lord Acton) বলেছেন, এটি “নেপোলিয়নের সমগ্র বাহিনীর চেয়েও শক্তিশালী ছিল” (Stronger than all the armies of Napoleon) |

Leave a Comment