পূর্বতন সমাজ বা Ancien Regime বলতে কী বোঝো

পূর্বতন সমাজ বা Ancien Regime বলতে কী বোঝো
পূর্বতন সমাজ বা Ancien Regime বলতে কী বোঝো?

ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) অব্যবহিত পূর্বে ফরাসি সমাজ ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক কাঠামোয় গঠিত। সামাজিক অসাম্য এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিকদের বিশেষ সুবিধা সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। বুরবোঁ রাজাদের সমাজসংস্কারের প্রতি অনীহা সমাজের সাধারণ মানুষের (তৃতীয় সম্প্রদায়) মধ্যে গভীর অসন্তোষের জন্ম দিয়েছিল। প্রাক্-বিপ্লব যুগের অভিজাত শ্রেণি প্রভাবিত এই সমাজ ‘পূর্বতন সমাজ’ বা ‘Ancien Regime’ নামে পরিচিত।

বৈশিষ্ট্য

পূর্বতন ফরাসি সমাজের কতকগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল-

স্বৈরাচারী রাজতন্ত্র

অষ্টাদশ শতকে ফ্রান্সে বুরবোঁ রাজবংশের অধীনে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। পুরাতনতন্ত্রের ধারক ও বাহক বুরবোঁ বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই প্রমুখ। এঁরা নিজ ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশশাসন করতেন।

দৈব রাজতন্ত্রের ধারণা

রাজা ‘স্বর্গীয় অধিকার নীতি’ অনুসারে শাসনকার্য পরিচালনা করতেন। রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। ফলে তাঁরা নিজেদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন না। এইভাবে স্বর্গীয় অধিকার তত্ত্বের আশ্রয় নিয়ে রাজারা অতিমাত্রায় স্বৈরাচারী হয়ে উঠেছিলেন।

সামাজিক শ্রেণিবৈষম্য

সমাজে শ্রেণিভেদ ও বৈষম্য তীব্র আকার ধারণ করেছিল। সমাজ মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র ও সাঁকুলোৎদের নিয়ে গঠিত তৃতীয় শ্রেণি। যাজক ও অভিজাতরা ছিল বিশেষ সুবিধাভোগী শ্রেণি এবং তৃতীয় শ্রেণি ছিল সুবিধাবঞ্চিত ও নিপীড়িত শ্রেণি।

যাজক ও অভিজাতদের আধিপত্য

যাজক ও অভিজাতরা বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সরকারকে কোনো কর দিতেন। না। তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে যাজকরা ‘টাইথ’ বা ‘ধর্মকর’ এবং অভিজাত প্রভুরা ‘করভি’ বা ‘শ্রমকর’-সহ বিভিন্ন প্রকার সামন্তকর আদায় করতেন।

ফরাসি বিপ্লব এই পূর্বতন সমাজব্যবস্থার অবসান ঘটিয়ে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সবক্ষেত্রেই আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। স্বৈরাচারী রাজতন্ত্রের উচ্ছেদ, সামাজিক বৈষম্যের অবসান ও সামন্ততান্ত্রিক কাঠামোকে অপসারিত করে ফরাসি বিপ্লব এক নবযুগের উন্মেষ ঘটিয়েছিল।

Leave a Comment