গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা

গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা
গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা

অভিরূপ : এবার গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি রে শংকর?

শংকর : বাবা বলছিল এবার আমরা ভুটানে যাচ্ছি।

অভিরূপ: ভুটান। সে তো খুব ভালো ট্যুর হবে রে। আমি কখনও যাইনি। তবে শুনেছি ভুটানে সাইড সিনারি হেব্বি।

শংকর : তোরা কোথায় যাচ্ছিস এবার?

অভিরূপ:
গতবার তো আন্দামানে গেছিলাম। এবার আর দূরে কোথাও যাওয়া হচ্ছে না। কদিনের জন্য মাসির বাড়ি থেকে ঘুরে আসার কথা আছে।

শংকর : সেটা কোথায়?

অভিরূপ: ঘাটশিলা। মেসো এবার ঘাটশিলায় পোস্টিং হয়েছে। যেতে বলবে খুব করে।

শংকর : সেটাও কম ভালো জায়গা নাকি রে? বিভূতিভূষণের স্মৃতি মেশানো বাড়িঘর, সুবর্ণরেখা নদী, ফুলডুংরি পাহাড়- আরও কত কিছু দেখতে পাবি সেখানে। ওখান থেকে আসনবনি যেতে পারবি, ঘুরে আসতে পারবি গিধনি, চান্ডিল, জামশেদপুর।

অভিরূপ: বাবা, ওসবও তোর ঘোরা হয়ে গেছে।

শংকর : কবে। অভিরূপ চ্যাটার্জির মতো ঘাটশিলায় আমার মাসির বাড়ি নেই ঠিকই, কিন্তু বাবার যে রেলের চাকরি। পাস পায় যে। যা, ঘুরে আয় ঘাটশিলা থেকে। তবে ঘাটশিলায় এখন খুব গরম। একটু কষ্ট হবে এই যা, নইলে ঘাটশিলাও খুব ভালো জায়গা।

Leave a Comment