নৈতিক ক্রিয়ারূপে কোন্ ধরনের ক্রিয়াকে গণ্য করা হয়? এর সংজ্ঞা ও লক্ষণ উল্লেখ করো
নৈতিক ক্রিয়ারূপে কোন্ ধরনের ক্রিয়াকে গণ্য করা হয়? এর সংজ্ঞা ও লক্ষণ উল্লেখ করো। |
নীতিবিজ্ঞানে নৈতিক ক্রিয়ারূপে আমরা শুধুমাত্র ঐচ্ছিক ক্রিয়ার কথাই উল্লেখ করি। কারণ, এই ধরনের ক্রিয়াগুলিকে নৈতিকতার মানদণ্ড অনুসারে ভালো- মন্দ অথবা ন্যায়-অন্যায়রূপে ব্যাখ্যা করা যায়। স্বাভাবিকভাবেই নৈতিক ক্রিয়া হিসেবে ঐচ্ছিক ক্রিয়ার আলোচনার প্রথমেই যে প্রশ্নটি উঠে আসে, তা হল ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে?
ঐচ্ছিক ক্রিয়ার সংজ্ঞা
যখন কোনো ব্যক্তি তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্যসাধনের জন্য স্বাধীন ও সচেতনভাবে কোনো ক্রিয়া সম্পাদন করে, তখন তাকেই বলা হয় ঐচ্ছিক ক্রিয়া (Voluntary Actions)। এরূপ ক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তির স্বাধীন ইচ্ছার পরিপ্রেক্ষিতেই ক্রিয়াটি সম্পাদিত হয়। বাইরের কোনো চাপ বা শক্তির কাছে মাথা নত করে এই ধরনের ক্রিয়াগুলি কখনোই সম্পাদিত নয়। এক্ষেত্রে তাই বাধ্যবাধকতার কোনো প্রশ্নই নেই। সেকারণেই ঐচ্ছিক ক্রিয়াগুলির সম্পাদন ব্যক্তিমনের সচেতন স্তরের স্বাধীন অভিব্যক্তিরূপে গণ্য। বিচারবুদ্ধি প্রয়োগ করে, কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, অত্যন্ত সচেতনভাবেই এই ধরনের ক্রিয়াগুলিকে সম্পাদিত করা হয়। এই ধরনের ক্রিয়া সম্পাদনের জন্য শুধুমাত্র সেই ব্যক্তিকেই দায়ী করা হয়, অন্য কোনো ব্যক্তিকে নয়। এই ধরনের ক্রিয়াগুলির নৈতিক দায়ভার তাই ব্যক্তিকেই গ্রহণ করতে হয়।
উইলিয়াম লিলির সংজ্ঞা
নীতিবিজ্ঞানী উইলিয়াম লিলি (William Lillie) তাঁর ‘An Introduction to Ethics’ নামক গ্রন্থে ঐচ্ছিক ক্রিয়াকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, তা হল-ঐচ্ছিক ক্রিয়া হল সেই সমস্ত ক্রিয়া, যা বিচক্ষণভাবে কৃত এবং যা মানুষের স্বাধীন ও ইচ্ছামূলক ক্রিয়াসমূহকে অন্তর্ভুক্ত করে এবং তাই যা মানুষের সচেতন চিন্তাবুদ্ধির মাধ্যমে প্রকাশিত। (Voluntary action is an action-that a man could have done differently if he had so chosen. Voluntary actions include all willed or Volitional actions in which there is a Conscious Process of willing … William Lillie: An Introduction to Ethics-p.3)