“না, সাধ তো মিটে নাই!” –সাধ মেটেনি কেন? এই প্রসঙ্গে বক্তার মনোভাব ব্যক্ত করো। |
অন্তহীন দর্শনপিপাসা এবং পরমেশ্বরের অপার লীলার প্রতি অজ্ঞতার কারণেই সাধ মেটেনি।
প্রশ্নের এই অংশের বক্তা ‘হিমালয় দর্শন’ প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া। পূর্বে সাগরের সৌন্দর্য উপভোগ করেছেন লেখিকা আর এখন পর্বতের রূপদর্শনে তৃপ্ত হয়ে ভেবেছিলেন তাঁর সৌন্দর্য দর্শনের স্বাদ মিটেছে। কিন্তু তিনি অনুভব করেন, যতই দেখছেন ততই দর্শনপিপাসা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি ঝরনা, প্রত্যেকটি শৃঙ্গ বলে ‘আমায় দেখ’। মাত্র দুটি চোখের দ্বারা ঈশ্বরের সৃষ্টি-সৌন্দর্যের খানিকটামাত্র দেখা সম্ভব বলে তাঁর মনে হয়েছে, তাই তিনি আলোচ্য উক্তিটি করেছেন।