“এখন সে সাধও পূর্ণ হল”—কোন্ সাধের কথা বলা হয়েছে? তা কীভাবে পূর্ণ হয়েছিল?

“এখন সে সাধও পূর্ণ হল”—কোন্ সাধের কথা বলা হয়েছে? তা কীভাবে পূর্ণ হয়েছিল
“এখন সে সাধও পূর্ণ হল”—কোন্ সাধের কথা বলা হয়েছে? তা কীভাবে পূর্ণ হয়েছিল?

আলোচ্য অংশটি সাহিত্যিক বেগম রোকেয়া রচিত ‘হিমালয় দর্শন’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এখানে লেখিকা তার পর্বত দর্শনের সাধের কথা বলেছেন।

লেখিকা পূর্বেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেছিলেন। বাকি ছিল পার্বত্য-সৌন্দর্য উপভোগ করা। শিলিগুড়ি থেকে কারসিয়ং যাত্রাপথের কীভাবে সাধ পূর্ণ হল দু-পাশের সৌন্দর্যও তাঁকে মুগ্ধ করেছিল। তবে কারসিয়ং-এ পৌঁছে অস্ত রবির সোনা রঙে পাহাড়ের রূপদর্শনে ও ঝরনার কল্লোলগীতি শুনে তিনি অনাস্বাদিত সুখ অনুভব করেন। এভাবেই পর্বতের সৌন্দর্য দর্শনের সাধ তাঁর পূর্ণ হয়েছিল।

Leave a Comment