“মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি।”– কী? ঢেঁকির শাক সম্পর্কে ‘হিমালয় দর্শন’ প্রবন্ধে কী জানা যায়? |
‘মহিলা’ একটি মাসিক পত্রিকাবিশেষ। মহিলাদের সার্বিক উন্নতির লক্ষ্যে উনিশ শতকের শেষদিকে এবং বিংশ শতকের প্রথমদিকে এই পত্রিকাটি প্রকাশিত হত। এর যুগ্ম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র সেন ও ব্রজগোপাল নিয়োগী।
‘হিমালয় দর্শন’ প্রবন্ধে লেখিকা বেগম বোকেয়া জানিয়েছেন যে, তাঁর ধারণা ছিল ঢেঁকিশাক গুল্ম শ্রেণির উদ্ভিদ। কেবল ভূ-তত্ত্ব গ্রন্থে তিনি পড়েছিলেন যে ‘কারবনিফেরাস যুগে বড়ো বড়ো ঢেঁকিতরু ছিল।’ তবে আগে কখনও লেখিকা তা প্রত্যক্ষ করেননি। কারসিয়ং-এ ২০-২৫ ফুট উচ্চ ঢেঁকিতরু প্রত্যক্ষ করে তিনি অতিশয় আনন্দিত হন।