“ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো।” -কাদের, কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল

“ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো।” -কাদের, কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল
“ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো।” -কাদের, কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল?

উদ্দিষ্টগণ

লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পে ইলিয়াসের ছোটো ছেলে এবং বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

তাড়ানোর কারণ

ইলিয়াসের অবস্থা ভালো হওয়ার পর তার ছেলেরা আয়েশি হয়ে ওঠে। ছোটো ছেলেটি এমন একটি মেয়েকে বিয়ে করে, যে খুব ঝগড়াটে ছিল। এমতাবস্থায় তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করলে, সে তাদের বাড়ি থেকে বিতাড়িত করে। তবে ইলিয়াস পিতার কর্তব্য করে গিয়েছিল। সে ছোটো ছেলেকে একটা বাড়ি ও বেশ কিছু গবাদিপশু দিয়েছিল।

Leave a Comment