‘ইলিয়াসের তখন খুব বোলবোলাও,- ‘বোলবোলাও’শব্দের অর্থ লেখো। উদ্ধৃতাংশের দ্বারা কোন্ পরিস্থিতিকে বোঝানো হয়েছে? |
‘বোলবোলাও’শব্দের অর্থ
লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্প থেকে উদ্ধৃত অংশে ব্যবহৃত ‘বোলবোলাও’ শব্দের অর্থ খ্যাতি বা প্রতিপত্তি।
পরিস্থিতি নির্দেশ
সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের নিরন্তর পরিশ্রমে ইলিয়াস ও তার স্ত্রী বিপুল সম্পত্তি লাভ করে। দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ ও বারোশো ভেড়ার মালিক হয়ে ওঠে ইলিয়াস। পশুদের দেখাশোনার জন্য রাখে ভাড়াটে মজুর ও মজুরানি। একজন সৎ ও ধনবান মানুষ হিসেবে ইলিয়াসের নাম তখন দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। প্রশ্নোদ্ধৃত অংশে ইলিয়াসের খ্যাতির সেই চূড়ান্ত অবস্থাকেই বোঝানো হয়েছে।