“পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।”—“তাকে’ বলতে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী? |
লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পে ‘তাকে’ বলতে গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের কথা বলা হয়েছে।
ঈর্ষার কারণ
ষষ্ঠ রিপু ঈর্ষা অধিকাংশ প্রতিবেশীর স্বাভাবিক বৈশিষ্ট্য। পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে। দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, বারোশো ভেড়া তখন তার খামারে। ভাড়াটে মজুর-মজুরানিরা তার সমস্ত কাজ করে। ইলিয়াসের এই সমৃদ্ধি দেখে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করতে থাকে।