‘ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ;’— কে, কেন এ কথা বলেছিল? |
প্রশ্নে উদ্ধৃত অংশটির বক্তা ইলিয়াসের জনৈক প্রতিবেশী।
প্রথম জীবনে ইলিয়াস আর্থিকভাবে স্বচ্ছল না থাকলেও পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে প্রচুর সম্পত্তির অধিকারী হয়। তখন তার দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ ও বারোশো ভেড়া। ভাড়াটে মজুর দ্বারা গোরুমোষের প্রতিপালন হয়। মোট কথা ইলিয়াসের খুব বাড়বাড়ন্ত ছিল। পাড়া প্রতিবেশী ঈর্ষাপরায়ণ চোখে তাকে দেখত। এখানে তার সৌভাগ্য প্রসঙ্গে উল্লিখিত উক্তিটি করা হয়েছে।