বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন

বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন
বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?
বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ

ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ

কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে। তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে।

অফুরন্ত অচিরাচরিত শক্তি

অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশ দূষণ কম

অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না। তাই এই পরিবেশবান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

সীমিত জলবিদ্যুৎ

জলবিদ্যুৎ পরিবেশবান্ধব ও প্রবহমান সম্পদ হলেও ভারতে অর্থ ও সঠিক পরিকল্পনার অভাবে এর উৎপাদন সীমিত।

ব্যয় কম, দাম কম

এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজারমূল্যও অনেক কম।

সহজলভ্য

অচিরাচরিত শক্তির উৎসগুলি (সূর্যালোক, বায়ু প্রভৃতি) সর্বত্রই সহজলভ্য এবং এর পরিবহণ খরচ তেমন নেই। ফলে, আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যাবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment