দশম শ্রেণি ইতিহাস সাজেশন ।। 1st Summative History Suggestion |
দশম শ্রেণি ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় ।। 1st Summative History Suggestion
৪ নম্বরের প্রশ্ন
১। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো।
২। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সরলাদেবীর লেখা ‘জীবনের ঝরাপাতার গুরুত্ব কী?
৩। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী ‘সত্তর বৎসর’-এর ভূমিকা লেখো।
৪। আধুনি ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’র ভূমিকা লেখো।
৫। নারী ইতিহাস সম্পর্কে যা জানো লেখো।
দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সাজেশন ।। 1st Summative History Suggestion
৮ নম্বরের প্রশ্ন
১। বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো? বাংলায় নবজাগরণের সীমাবদ্ধতা লেখো।
২। সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
অথবা, উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
৩। শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৪। উনিশ শতকে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো।
৪ নম্বরের প্রশ্ন
১। উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
২। বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো।
৩। উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা পালন করেছিলেন?
৪। টীকা লেখো ঃ উডের ডেসপ্যাচ
অথবা, উডের ডেসপ্যাচকে এদেশে শিক্ষাবিস্তারের ম্যাগনাকার্টা বলা হয় কেন?
৫। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো।
৬। ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়?
৭। টীকা লেখো ঃ নব্যবঙ্গ আন্দোলন ও ডিরোজিও
৮। এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
দশম শ্রেণি ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন ।। 1st Summative History Suggestion
৮ নম্বরের প্রশ্ন
১। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো।
২। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
অথবা, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
৩। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যার্থ হয়েছিল কেন?
৪ নম্বরের প্রশ্ন
১। দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২। কোল বিদ্রোহের বিভিন্ন কারণগুলি লেখো।
৩। মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
৪। বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো।
৫। তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও।
৬। ফরাজি আন্দোলনের কারণগুলি লেখো।
৭। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কী ছিল?