বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে? |
বায়ু প্রধানত তিনটি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। যথা-
অবনমন (Deflation)
‘Deflation’ শব্দটি গ্রিক শব্দ ‘Deflare’ থেকে এসেছে। এর অর্থ ‘বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া’ (to blow away)। মরু অঞ্চলে প্রবল গতিসম্পন্ন বায়ুপ্রবাহ শিথিল ও আলগা বালিকণাকে একস্থান থেকে অন্যস্থানে উড়িয়ে নিয়ে যায়। এর ফলে ওই স্থানে অবনত ভূমি বা গর্তের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে অবনমন বলে। মরু অঞ্চলে ধূলিঝড়ের সময় লক্ষ লক্ষ টন বালি একস্থান থেকে অন্যস্থানে অপসারিত হয়। যেমন – সাহারার ‘সাইমুম’ (Simoom) ধূলিঝড়।
অবঘর্ষ (Abrasion)
মরু অঞ্চলে অবনমন প্রক্রিয়ায় যে ক্ষয়কার্য শুরু হয় তা অধিক সক্রিয় হয় অবঘর্ষ প্রক্রিয়ায়। অবনমন প্রক্রিয়ায় বায়ুতে মিশে যাওয়া বালিকণা বা কঠিন কোয়ার্টজ কণাগুলি প্রবল বায়ুপ্রবাহের জন্য মরুভূমির কোনো শিলাখণ্ড বা পাথরের গায়ে ধাক্কা খায়। এই কঠিন কণাগুলির ঘর্ষণে ওই শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয় বা শিলাখণ্ডের গায়ে আঁচড়কাটা দাগ, মৌচাকের মতো অসংখ্য গর্ত সৃষ্টি হয়, এই ক্ষয় প্রক্রিয়াকে অবঘর্ষ (Abrasion) বলে।
ঘর্ষণ (Attrition)
বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হওয়ার সময় বায়ুমধ্যস্থিত বালিকণা, শিলাকণাগুলির পরস্পরের সঙ্গে ঘর্ষণ হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। ক্ষয়ের এই প্রক্রিয়াকে ঘর্ষণ বলে। বায়ুতে বালিকণার পরিমাণ যত বেশি হয়, বায়ুর ঘর্ষণ দ্বারা ক্ষয়কার্য তত বেশি হয়।
Related Keywords :
বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, বায়ুর ক্ষয়কার্য কাকে বলে, উৎপাটন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, বায়ুর কোন ক্ষয়কার্যের ফলে শিলায় স্লিকেনস্লাইড দেখা যায়, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর কাজ ও সৃষ্ট ভূমিরূপ, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত কাকে বলে