ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন
|
হিমবাহ গলে গেলে উপহিমবাহ উপত্যকা বা ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত জলধারা প্রবল বেগে প্রধান হিমবাহ উপত্যকায় আছড়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকায় এই জলপ্রপাত সৃষ্টির কারণগুলি হল—
উপহিমবাহের তুলনায় প্রধান হিমবাহের ক্ষয়ক্ষমতা পার্থক্য
অনেক বেশি হওয়ায় প্রধান হিমবাহ উপত্যকাটি উপহিমবাহ উপত্যকার তুলনায় অনেক গভীর হয়।
খাড়াই ঢাল
প্রধান হিমবাহ উপত্যকাটি অধিক গভীর এবং উপহিমবাহ উপত্যকাটি কম গভীর হওয়ায় উপহিমবাহ উপত্যকাটি খাড়াই ঢালে প্রধান হিমবাহের উপত্যকার সঙ্গে মেশে।
ঢালের বিচ্যুতি
উভয় উপত্যকার সংযোগ স্থলে ঢালের বিচ্যুতি ঘটে বলে উপহিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে নীচে প্রধান হিমবাহ সৃষ্ট গভীর উপত্যকায় প্রবলবেগে পতিত হয় এবং জলপ্রপাতের সৃষ্টি করে।
উদাহরণ : আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিতি জলপ্রপাত, ভারতের বদ্রীনাথের কাছে বসুধারা জলপ্রপাত।
উদাহরণ : আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিতি জলপ্রপাত, ভারতের বদ্রীনাথের কাছে বসুধারা জলপ্রপাত।