নদীর নিম্নগতিতে কেন বন্যা দেখা যায়

নদীর নিম্নগতিতে কেন বন্যা দেখা যায়

নদীর নিম্নগতিতে কেন বন্যা দেখা যায়
নদীর নিম্নগতিতে কেন বন্যা দেখা যায়?

নদীর নিম্নগতিতে প্রায়ই বন্যা হবার কারণগুলি হল–

• জলের জোগান বৃদ্ধি:
নদীর উপনদীর সংখ্যা বেশি হলে তাদের মাধ্যমে বাহিত জল মোহানার কাছে প্রধান নদীখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ফলে, নদীতে জলের জোগান বৃদ্ধি পায়।

• ভূমি ঢালের হ্রাস: নিম্নগতিতে ভূমিঢাল প্রায় থাকে না, ফলে নদীর গতিবেগ একদমই থাকে না। নদী অল্প বাধা পেলেই বাঁক নেয়।

• অগভীর নদীখাত: ভূমিঢাল ও নদীস্রোত প্রায় থাকে না বলে নিম্নগতিতে নদী প্রধানত সঞ্চয় করে। উচ্চ ও মধ্যগতি থেকে ক্ষয়িত ও বাহিত পলি, বালি নিম্নগতিতে নদীবক্ষে জমা হতে থাকে, ফলে নদীখাত ক্রমশ ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে।

• অতিরিক্ত বর্ষণ :
বর্ষাকালে অতি বৃষ্টির ফলে জলের জোগান হঠাৎ বৃদ্ধি পায়, অথচ নদীগর্ভ অগভীর থাকায় ওই জল বহন করতে পারে না, ফলে, দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়।

আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো

Leave a Comment