নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন

নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন – তো চলুন আজকের মূল বিষয় নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন পড়ে নেওয়া যাক।

    নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন

    নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন
    নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন?

    নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হওয়ার কারণ

    নদীর নিম্নপ্রবাহে পুনর্যৌবন লাভের ফলে গঠিত নবীন উপত্যকা নদীর দৈর্ঘ্য বরাবর পুরোনো উপত্যকার সঙ্গে খাঁজের ন্যায় স্থানে বা বিন্দুতে মিলিত হয় তাকে নিবিন্দু বলে। এই নিবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। কারণ–

    ঢালের পার্থক্য

    নিবিন্দুতে পুরোনো উপত্যকা ও নতুন উপত্যকার মধ্যে ঢালের পার্থক্য ঘটে। ফলে পুরোনো উপত্যকা থেকে নীচে নতুন উপত্যকায় জল আছড়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। এই ধরনের জলপ্রপাত নিক্ জলপ্রপাত নামে পরিচিত।

    শিলার কাঠিন্য

    নিবিন্দুর নীচের নতুন উপত্যকার অংশটি কোমল শিলায় গঠিত হলে তা দ্রুত ক্ষয় পেয়ে জলপ্রপাতের গঠনকে ত্বরান্বিত করে।

    জলতলের পার্থক্য

    পুরোনো উপত্যকা ও নতুন উপত্যকার মধ্যে জলতলের পার্থক্য ঘটে বলে পুরোনো উপত্যকার জল নতুন উপত্যকায় পতিত হয়ে জলপ্রপাত গঠন করে।

    যৌবন অবস্থা প্রাপ্তি

    পুনর্যৌবন লাভের ফলে নিবিন্দুতে নদীর ঢাল বৃদ্ধি পাওয়ায় নদীর ক্ষয়কারী ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।

    নদীর মস্তকমুখী ক্ষয়

    নিবিন্দু বরাবর নদী মস্তকমুখী ক্ষয় করে যা পরোক্ষভাবে জলপ্রপাত সৃষ্টির সহায়ক।

    উদাহরণ:
    মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর ওপর ধুয়াঁধর নিবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এছাড়া সুবর্ণরেখা নদীর জনা ও দশম এই ধরনের জলপ্রপাত।

    Leave a Comment