জলপ্রপাত পশ্চাদপসরণ করে কেন
জলপ্রপাত পশ্চাদপসরণ করে কেন |
জলপ্রপাত পশ্চাদপসরণ করার কারণ
পার্বত্য অংশে নদী উপত্যকায় ঢালের পার্থক্য ঘটলে নদীর জল খাড়া ঢাল বরাবর প্রবলবেগে নীচে পতিত হয়, একে জলপ্রপাত বলে। পৃথিবীর কোনো কোনো জলপ্রপাত বহুক্ষেত্রে সময়ের সাপেক্ষে পিছনের দিকে অর্থাৎ নদীর উৎসের দিকে পশ্চাদপসরণ করে। এর প্রধান কারণগুলি হল –
কঠিন ও কোমল শিলার অনুভূমিক অবস্থান
নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা পরপর ওপর নীচে অনুভূমিকভাবে অবস্থান করলে নিম্নে অবস্থিত কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি হয় এবং জলপ্রপাত গড়ে ওঠে। জলপ্রপাতের জল নীচের কোমল শিলাস্তরকে সহজেই ক্ষয় করতে থাকে। ফলে, ওপরের কঠিন শিলাস্তরের নীচের অংশ ক্রমশ ফাঁকা হতে থাকে। একসময় অবলম্বন হারিয়ে কঠিন শিলাস্তরের কিছু অংশ ভেঙে পড়ে। ফলস্বরূপ, জলপ্রপাত পশ্চাদপসরণ করে বা উৎসের দিকে সরে যায়।
নদীর মস্তকমুখী বা উৎসমুখী ক্ষয়
নদী তার গতিপথের ভূমির ঢাল পর্যায়িত করার জন্য ‘নদীর মস্তক’ বা উৎসের দিকে ক্ষয় করতে থাকে। নদী যতই উৎসের দিকে ক্ষয় করে ততই জলপ্রপাত পশ্চাৎ অংশে অপসারিত হয়। নিবিন্দুতে সৃষ্ট জলপ্রপাতগুলি এভাবে পিছনের দিকে সরতে থাকে।
প্রপাতকূপের আয়তন বৃদ্ধি
জলপ্রপাতের নীচে সৃষ্ট প্রপাতকূপগুলি ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পেয়ে বিশালাকার গর্তে পরিণত হলে ওপরের অংশ ঝুলতে থাকে এবং একসময় তা ভেঙে পড়ে। ফলে জলপ্রপাত উৎসের দিকে সরে যায়।
উদাহরণ : আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, ভারতের ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত এমনভাবেই ক্রমশ পশ্চাদপসরণ করছে।
আরও পড়ুন – ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো