ভারতের পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন – আজকের পর্বে ভারতের পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তা আলোচনা করা হল।
ভারতের পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন
ভারতের পশ্চিম বাহিনী নদী গুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন
|
ভারতের পশ্চিমবাহিনী নদী অর্থাৎ আরব সাগরে পতিত নর্মদা, তান্তী প্রভৃতি নদীর মোহানায় বদ্বীপ দেখা যায় না। কারণ-
স্বল্প দৈর্ঘ্যের নদী
ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে বেশিরভাগ নদীরই দৈর্ঘ্য ও প্রস্থ তুলনামূলকভাবে কম, ফলে এদের জলে পলির পরিমান ও কম। নর্মদা ও তাপ্তী নদী তুলনামূলকভাবে দৈর্ঘ্যে বড়ো হলেও কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কম পলি বহন করে।
কম সংখ্যক উপনদী
পশ্চিমবাহিনী নদীগুলিতে উপনদীর সংখ্যা কম এবং সেগুলি ছোটো ছোটো। ফলে নদীগুলিতে জল ও পলির পরিমাণ কম হয়।
স্রোতের তীব্রতা
নদীগুলি মোহানার কাছে চ্যুতিযুক্ত খাড়া উপকূলের জন্য অত্যন্ত খরস্রোতা হওয়ায় ক্ষয়জাত পদার্থগুলি দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়।
সমুদ্রতরঙ্গ
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখার গতিবেগ তীব্র হওয়ায় পশ্চিম উপকূলের সমুদ্রতরঙ্গের গতি এত তীব্র হয় যে এর সঞ্চয়ধর্মীতা বজায় থাকে না।
ক্ষয়ের মাত্রা
নর্মদা ও তাপ্তী নদী দুটি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়কাজ তেমন করতে পারে না। তাই নদীগুলিতে ক্ষয়জাত পলি-বালির পরিমাণ কম হয়।
গভীর মহীসোপান
আরব সাগরের মহীসোপানের ঢাল অত্যন্ত বেশি হওয়ায় বিশেষত কাম্বে উপসাগরে নর্মদা ও তাপ্তী নদীর মোহানা অত্যন্ত গভীর হওয়ায় ক্ষয়জাত পদার্থ সমুদ্রতলে তলিয়ে যায়। ফলে বদ্বীপ গঠিত হতে পারে না।