দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন
দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন? |
ভারতের অধিকাংশ প্রধান নদী যেমন- গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীসহ তাদের বিভিন্ন উপনদীগুলি পূর্ববাহিনী। কারণ-
ভূমির ঢাল
টার্সিয়ারি যুগে হিমালয় পর্বত সৃষ্টির সময় প্রবল চাপের সৃষ্টি হয়। ফলে গন্ডোয়ানাল্যান্ড বা উপদ্বীপীয় পাত দক্ষিণ-পূর্বে হেলে অবস্থান করে। আবার আরবসাগরীয় পাতের পূর্বমুখী চাপে উপদ্বীপীয় মালভূমি পশ্চিম থেকে পূর্বদিকে ঢালু হয়ে যায়। অর্থাৎ উত্তর ভারতের সমভূমি ও দাক্ষিণাত্য মালভূমি সাধারণভাবে পূর্বে ঢালু হওয়ায় প্রধান নদী গঙ্গাসহ অন্যান্য নদীগুলি পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
ডেকান ট্র্যাপের অবস্থান
বহু কোটি বছর ধরে বিভিন্ন পর্যায়ে বিদার অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টির সময় পশ্চিম থেকে পূর্বে একাধিক ধাপ (ট্র্যাপ) গড়ে ওঠে। ফলে মালভূমি অঞ্চলের নদীগুলি ধাপে ধাপে পূর্বে নেমে এসে বঙ্গোপসাগরে মিশেছে।