দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন?
|
দক্ষিণ ভারতের নদীগুলি যেমন- মহানদী, গোদাবরী, কুয়া, কাবেরী প্রভৃতি নদীগুলি অত্যন্ত খরস্রোতা। কারণ-
বন্ধুর ভূপ্রকৃতি
নদীগুলি দাক্ষিণাত্য মালভূমির বন্ধুর ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অত্যন্ত খরস্রোতা।
নদীখাতের খাড়া ঢাল
সমগ্র দাক্ষিণাত্য মালভূমি পশ্চিম থেকে পূর্বদিকে অধিক ঢালু হওয়ায় নদীখাতের ঢালও খুব বেশি। ফলে নদীগুলি খরস্রোতা হয়।
সংকীর্ণ নদী উপত্যকা
কঠিন শিলা গঠিত অঞ্চল বলে নদীগুলির পার্শ্বক্ষয় হয়না বললেই চলে। ফলে নদী উপত্যকা সংকীর্ণ হয়। সংকীর্ণ খাতের মধ্য দিয়ে নদীগুলি প্রবাহিত হওয়ায় তীব্র গতিবেগ সম্পন্ন হয়ে থাকে।
বোঝার পরিমাণ কম
কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীগুলিতে ক্ষয়জাত পদার্থ বা বোঝার পরিমাণ কম থাকে। ফলে নদীগুলি অত্যন্ত দ্রুতবেগে প্রবাহিত হতে পারে।